Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধান বিচারপতির দায়িত্বে বিচারপতি মো. নূরুজ্জামান

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ সেপ্টেম্বর ২০২২ ১৯:০০

ঢাকা: প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর অনুপস্থিতিতে আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজামান প্রধান বিচারপতির কার্যভার পালন করবেন।

রোববার (২৫ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি সংবিধানের ৯৭ অনুচ্ছেদ মোতাবেক আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের (আইন, ও বিচার বিভাগ) গত ২৮ আগস্টের স্মারক ও প্রজ্ঞাপন অনুযায়ী দেশের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ২৫ সেপ্টেম্বর হতে আগামী ১০ অক্টোবর পর্যন্ত সিঙ্গাপুরে গমণ ও অবস্থান করবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রধান বিচারপতির অনুপস্থিতকালীন এসময়ে ২৫ সেপ্টেম্বর হতে আগামী ১০ অক্টোবর পর্যন্ত অথবা প্রধান বিচারপতির বিদেশযাত্রার তারিখ হতে পুনরায় কার্যভার গ্রহণ না করা পর্যন্ত আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামান প্রধান বিচারপতির কার্যভার পালন করবেন।

সারাবাংলা/কেআইএফ/ইআ

প্রধান বিচারপতি

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর