Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নড়াইল জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ সেপ্টেম্বর ২০২২ ১৮:২০

নড়াইল: জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইনস প্যারেড গ্রাউন্ডে সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। রোববার (২৫ সেপ্টেম্বর) সকালে সালামি গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার জনাব মোসা. সাদিরা খাতুন।

প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার সন্তুষ্টি প্রকাশ করে সকল পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশের মূলনীতি ধারণ করে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে কাজ করার নির্দেশ দেন।

তিনি এ সময় ফোর্সের ডিসিপ্লিন, ড্রেসরুলস্, অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকা, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ, ফেসবুকে অপ্রাসঙ্গিক মন্তব্য না করা এবং মানবিক আচরণের মাধ্যমে পুলিশি সেবা নিশ্চিত করা সহ বিভিন্ন নির্দেশনামূলক বক্তব্য দেন।

এ ছাড়া তিনি আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যদের বিশেষ নির্দেশনা প্রদান করেন।

সারাবাংলা/ইআ

জেলা পুলিশ লাইনস প্যারেড