পঞ্চগড়ে নৌকাডুবি, নিহতের সংখ্যা বেড়ে ২৪
২৫ সেপ্টেম্বর ২০২২ ১৬:৩০ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২২ ২২:৫৩
পঞ্চগড়: জেলার বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় এখনও অনেকেই নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
রোববার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার মাড়েয়া ইউনিয়নের আউলিয়া ঘাটে এ দুর্ঘটনা ঘটে। বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতদের মধ্যে ২১ জনের পরিচয় জানা গেছে। তারা হলেন- কলি রানী (১৪), লক্ষ্মী রানী (২৫), অমল চন্দ্র (৩৫), শোভা রানী (২৭), দীপংকর (৩), পিয়ন্ত (৩), প্রমিলা রানী (৫৫), তারা রানী (২৪), সনেকা রানী (৬০), ফাল্গুনী রানী ( ৫৫), প্রমিলারানী (৭০), ধনবালা (৫৭), সুমিত্রা রানী (৫৭), সফলতা রানী(৫০), খুশি রানী(৩৫), হাছান আলী (৫২), উশোশী (৫), তনুশী (৩), শ্রেয়সী (৫), প্রীয়ন্তী (৪), বিলাশ(৭)। এছাড়া তিনজন অজ্ঞাত।
এদিকে, খবর পেয়ে ঘটনাস্থল পরির্দশন করেছেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম। এ সময় তিনি গণমাধ্যমকে জানান, নৌকাটিতে শতাধিক যাত্রী ছিলেন। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের পুণ্যলগ্ন শুভ মহালয়া উপলক্ষে একটি অনুষ্ঠান শেষে ডিজেলচালিত নৌকায় করে মাড়েয়ার আউলিয়া ঘাট এলাকায় ফেরার পথে ডুবে যায় সেটি। এতে হতাহতের এই ঘটনা ঘটে।
জেলা প্রশাসক আরও জানান, নিহতদের লাশ সৎকারের জন্য প্রত্যেককে ২০ হাজার টাকা করে দেওয়া হচ্ছে। এছাড়া আগামীকাল আরও ১ লাখ টাকা করে দেওয়া হবে। আহতদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে দেওয়া হয়েছে।
এদিকে, নৌকাডুবিতে হতাহতের ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
সারাবাংলা/ইআ/পিটিএম