চুয়াডাঙ্গায় রেললাইন থেকে পা বিচ্ছিন্ন কিশোরের লাশ উদ্ধার
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ সেপ্টেম্বর ২০২২ ১৬:০৩
২৫ সেপ্টেম্বর ২০২২ ১৬:০৩
চুয়াডাঙ্গা: জেলার আলমডাঙ্গায় রেললাইনের ওপর থেকে সানারুল (১৬) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৫ সেপ্টেম্বর) ভোর পৌনে ৫টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
সানারুল আলমডাঙ্গা উপজেলার পারকুলা গ্রামের আব্দুল আলিমের ছেলে।
চুয়াডাঙ্গা রেলপুলিশ ফাঁড়ির পরিদর্শক মাসুদ রানা জানান, রোববার ভোরে আলমডাঙ্গা রেল স্টেশনের পাশে জগন্নাথপুর গ্রামের রেললাইনের ওপর থেকে ওই কিশোরের ক্ষত-বিক্ষোত মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধারের সময় তার দুই পা ও ডান হাত শরীর থেকে বিচ্ছিন্ন ছিল।
তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য তার মরদেহ পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।
সারাবাংলা/ইআ