Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সড়ক দুর্ঘটনায় আহত ছাত্রলীগ নেতার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ সেপ্টেম্বর ২০২২ ১১:৫৯ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২২ ১৪:৪৫

বরিশাল: বরিশালে সড়ক দুর্ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতা মো. রাকিবুল হাসান রাসেল (৩২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (২৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিন দুপুর দেড়টার দিকে বরিশাল নগরের চাঁদমারী এলাকায় এ দুর্ঘটনা ঘটেছিল। নিহত রাকিবুল বরিশাল নগরের নবগ্রাম রোড সরদার পাড়ার বাসিন্দা। তিনি নগরীর ১৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন বলে জানিয়েছেন বরিশাল সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মো. রিয়াজ হোসেন।

বিজ্ঞাপন

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বরিশাল নগরের চাঁদমারী এলাকা দিয়ে বরিশাল সদর আসনের এমপি ও পানিসম্পদ প্রতিমন্ত্রী কোথাও যাচ্ছিলেন। এসময় তার সঙ্গে মোটরসাইকেলের বহর নিয়ে নেতাকর্মীরাও যাচ্ছিলেন। হঠাৎ রাসেলকে বহনকারী মোটরসাইকেল দুর্ঘটনাকবলিত হয়। এতে গুরুতর আহত অবস্থায় রাকিবুলকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

রোববার (২৫ সেপ্টেম্বর) নিহতের ভাই রাজ্জাক জানান, তার ভাইয়ের মরদেহ বর্তমানে ঢাকায় রয়েছে। বরিশাল কোতোয়ালি মডেল থানা থেকে ক্লিয়ারেন্স নিয়ে যাওয়ার পর ঢাকা থেকে মরদেহ বরিশালে আনা হবে। পানিসম্পদ প্রতিমন্ত্রী নিজে উপস্থিত হয়ে ঢাকায় চিকিৎসার ব্যবস্থা করিয়েছেন কিন্তু ভাইকে বাঁচানো যায়নি।

কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিমুল করিম জানান, দুর্ঘটনার আগে বরিশার নগরীর পানি উন্নয়ন বোর্ডের রেস্ট হাউজ থেকে পানিসম্পদ প্রতিমন্ত্রী সদর উপজেলার বিভিন্ন নদীর ভাঙন এলাকা পরিদর্শনের রওয়ানা দেন। তার সঙ্গে গাড়ি ও মোটরসাইকেলের বহর ছিল। তখন রাসেল রাস্তার বিপরীতমুখী লেন দিয়ে বাইক নিয়ে বহরের পিছু নেয়। তখন থামানো একটি অটোরিকশার সঙ্গে লেগে আহত হয় তিনি। তাকে উদ্ধার করে প্রথমে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা নেওয়া হয়। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

ছাত্রলীগ নেতার মৃত্যু সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

১২ দলীয় জোটের সঙ্গে বৈঠকে বিএনপি
১১ জানুয়ারি ২০২৫ ১৯:০১

আরো

সম্পর্কিত খবর