Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁদপুরে বীর মুক্তিযোদ্ধা আ.লীগ নেতাকে ছুরিকাঘাতে খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ সেপ্টেম্বর ২০২২ ২২:৫০ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২২ ১২:৪১

চাঁদপুর: জেলা আওয়ামী লীগ সদস্য বীর মুক্তিযোদ্ধা রফিক উল্লাহ কোম্পানি (৭০) নিজ বাড়িতে ছুরিকাঘাতে খুন হয়েছেন।

শনিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা শহরের নতুন বাজার এলাকায় নিজ বাড়ি থেকে স্বজনরা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে আসে। পরে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মিজানুর রহমান তাকে মৃত ঘোষণা করেন।

নিহত বীর মুক্তিযোদ্ধা রফিকুল্লাহ চাঁদপুরের হেদায়েত উল্লাহ কোম্পানির পুত্র ও শহিদ জাবেদের ছোট ভাই।

নিহতের ছোট ভাই মো. নাসিরউল্লাহ্ বলেন, ‘শনিবার মাগরিবের নামাজের পর বড় ভাইয়ের খুন হওয়ার খবর পাই। বাড়িতে গিয়ে দেখি আমাদের বাড়ির দোতলায় নিজ কক্ষে ভাইয়ের রক্তাক্ত মৃতদেহ পড়ে আছে। সঙ্গে-সঙ্গে আমরা তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি হাসপাতালে নিয়ে আসি।’

এদিকে, রফিক উল্লাহকে খুনের খবর পেয়ে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় ও সদর সার্কেল আসিফ মহিউদ্দিন হাসপাতালে ছুটে আসেন।

এ সময় সুদীপ্ত রায় বলেন, ‘আমরা প্রাথমিকভাবে খুন হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছি। নিহতের শরীরে ধারালো অস্ত্রের বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে। এ বিষয়ে অধিকতার তদন্ত করে হত্যার প্রকৃত রহস্য জানা যাবে।’

সারাবাংলা/পিটিএম

খুন রফিক উল্লাহ কোম্পানি