Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জনমতের সরকার গঠন করবে বিএনপি: রুমিন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ সেপ্টেম্বর ২০২২ ২২:১৭

ফাইল ছবি

রাজশাহী: বিএনপির সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, বিএনপি যদি ভোটে জিতে তাহলে সকলে মিলে জনমতের সরকার গঠন করব। তিনি বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি যদি সরকার গঠন করতে পারে, তখন তাদের নিয়েই জাতীয় সরকার গঠিত হবে।

শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরের দিকে রাজশাহীতে বিএনপির মিডিয়া সেল আয়োজিত মতবিনিময় সভায় অংশ নিয়ে এ মন্তব্য করেন রুমিন ফারহানা। নগরীর একটি অভিজাত হোটেলে ‘জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা গঠনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরবর্তীতে জাতীয় সরকার ও দ্বিকক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ অপরিহার্য’ বিষয়ক এ মতবিনিময় আয়োজন ছিল।

বিজ্ঞাপন

রুমিন ফারহানা বলেন, ‘মিত্র দল নির্বাচনে জিতলেও সরকারে থাকবে। যদি হেরেও যায় তবুও সরকারে থাকবে। অর্থাৎ নির্বাচনে যদি দেশপ্রেমিক গণতান্ত্রিক দলের কোনো শীর্ষ স্থানীয় নেতা জয়লাভ করতে না পারে, তাকে নিয়েও আমরা জাতীয় সরকার গঠন করব।’

নির্বাচন ব্যবস্থার সমালোচনা করে বিএনপির এই নেত্রী বলেন, ‘এ দেশের নির্বাচন কাঠামোকে ধ্বংস করে ফেলা হয়েছে। এমনকি নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়, দিনের ভোট নাকি রাতে হয়। নির্বাচন কমিশনই বলে, আমাদের গোপন কক্ষে যে ভূত দাঁড়িয়ে থাকে, তারাই নির্বাচনের বড় চ্যালেঞ্জ।’

বিএনপি আরও শক্তিশালী হচ্ছে দাবি করে রুমিন ফারহানা বলেন, ‘খালেদা জিয়া থেকে শুরু করে ইউনিয়ন-ওয়ার্ড লেভেলের নেতাকর্মীদের নামে অসংখ্য মামলা। সুতরাং বিএনপি কিন্তু আন্দোলনের মধ্যেই আছে। বিএনপি প্রতিনিয়ত শক্তিশালী থেকে শক্তিশালীতর হচ্ছে। তার প্রমাণ এত দমন-পীড়ন সত্ত্বেও আমাদের একটা ছোট্ট সভায় যেভাবে মানুষ ছুটে আসে, সেটা বাংলাদেশের আর কোনো রাজনৈতিক দলের ডাকে এখন পর্যন্ত আসে নাই।’

বিজ্ঞাপন

বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ও সাবেক এমপি জহির উদ্দিন স্বপনের সভাপতিত্বে সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সচিব ও সাবেক সংসদ সদস্য শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি। সভা সঞ্চালনা করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য ও সাংবাদিক আতিকুর রহমান রুমন। সভায় বিএনপির কেন্দ্রীয় ও রাজশাহী জেলা-মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতা ছাড়াও পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/পিটিএম

বিএনপি রুমিন ফারহানা

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর