Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সন্ত্রাসী হামলায় নিহত যুবলীগ নেতার পাশে এলিট

সারাবাংলা ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২২ ২২:১২

ঢাকা: চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার দুই নং হিংগুলী ইউনিয়নে সোমবার (১৯ সেপ্টেম্বর) সন্ত্রাসী হামলায় নিহত হন যুবলীগ নেতা শহিদুল ইসলাম আকাশ (২৮)।

বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য নিয়াজ মোর্শেদ এলিট নিহত যুবলীগ নেতা শহিদুল ইসলাম শুক্রবার (২৩ সেপ্টেম্বর) আকাশের পরিবারের সঙ্গে দেখা করতে যান। কেন্দ্রীয় যুবলীগ নেতা নিয়াজ মোর্শেদ এলিট এই সময় উপস্থিত সংবাদ মাধ্যমকে বলেন, ‘দল ক্ষমতায় আছে দীর্ঘ এক যুগের বেশি। এই সময়ে ও তার আগে বাংলাদেশ যুবলীগ বারবার প্রমাণ দিয়েছে তার শক্তি ও সাহসের কথা। খুব খারাপ লাগে, যখন দেখি আমার যুবলীগের ভাইয়ের রক্তে লাল হয়ে যায় বাংলার মাটি। ভাবতে অবাক লাগে। এটি তো হওয়ার কথা না। কেন এমন হচ্ছে। আমাদের ভাবা দরকার।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘যুবলীগ নেতা শহিদুল ইসলাম আকাশকে কুপিয়ে খুন করেছে একদল দুর্বৃত্ত। এর ন্যায়বিচার চাই। পাশাপাশি শোকগ্রস্ত পরিবারের পাশে থাকার জন্য আমি সবাইকে আহ্বান জানাই।’

এ সময় ওনার সঙ্গে নিহত যুবলীগ নেতা শহিদুল ইসলাম আকাশের মা, ভাই, ভগ্নীপতি, চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগ নেতা ও বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি আছিফ রহমান শাহীন, ইমতিয়াজ অভি, শওকত আজিম রিংকু, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের ভাইস-প্রেসিডেন্ট আবদুল্লাহ আল নোমান, উপ মুক্তিযোদ্ধা ও গণযোগাযোগ বিষয়ক সম্পাদক জাহেদুল ইসলাম রানা, উপকর্মসূচি বিষয়ক সম্পাদক আহসান উদ্দিন, সাবেক ছাত্রলীগ নেতা আশরাফসহ অনেকে উপস্থিত ছিলেন।

কেন্দ্রীয় যুবলীগ নেতা নিয়াজ মোর্শেদ এলিট নিহত যুবলীগ নেতা শহিদুল ইসলাম আকাশের কবর জিয়ারত এবং ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় আকাশের ব্যবসা প্রতিষ্ঠানে একদল দুর্বৃত্ত এলোপাতাড়ি কুপিয়ে তাকে আহত করে। স্থানীয় লোকজন প্রথমে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ অবস্থা গুরুতর হওয়ায় সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সারাবাংলা/একে

এলিট সন্ত্রাসী হামলা

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর