Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টঙ্গীতে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ সেপ্টেম্বর ২০২২ ১৯:৩৭

গাজীপুর : টঙ্গীতে ট্রেনের ধাক্কায় মীর জুবায়ের কবির(৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (২৪ সেপ্টেম্বর) টঙ্গীর তিস্তা গেইট এলাকায় দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

জুবায়ের রাজশাহীর শামখদুম থানার ছোট বনগ্রামের মীর আহসানুল কবিরের ছেলে।

পুলিশ জানায়, শনিবার দুপুরে জুবায়ের ওই এলাকার রেললাইনে হাটছিলেন। এ সময় ব্রাহ্মণবাড়ীয়াগামী তিতাস কমিউটার নামের ট্রেনের সাথে ধাক্কা লাগে। এতে মাথা ও পায়ে আঘাত পেয়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

টঙ্গী রেলওয়ে ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নূর মোহাম্মদ জানান, পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করা হবে।

সারাবাংলা/ইআ

ট্রেনের ধাক্কায় যুবক নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর