Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁপাইনবাবগঞ্জে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধ নিহত, চালক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ সেপ্টেম্বর ২০২২ ১৮:১৪ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২২ ১৮:৫৯

ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জ : জেলার দেবীনগরে অটোরিকশার ধাক্কায় মো. তেজামুল ইসলাম (৬২) নামে এক পথচারী নিহত হয়েছে।

শনিবার (২৪ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের দাঁতালটোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি একই গ্রামের মৃত জিল্লুর রহমানের ছেলে।

এ ঘটনায় অটোরিকশা চালক মো. শাহিনকে আটক করেছে পুলিশ। তিনি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শেহালা কলোনী মহল্লার মনসুর আলীর ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম আলমগীর জাহান জানান, সকাল পৌনে ৯টার দিকে দাঁতালটোলা এলাকা দিয়ে বৃদ্ধ তেজামুল ইসলাম রাস্তা পার হচ্ছিলেন। এ সময় মালামাল ভর্তি একটি অটোরিকশা ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

খবর পেয়ে পুলিশ তেজামুলের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি।

সারাবাংলা/ইআ

অটোরিক্সা

বিজ্ঞাপন

গ্যাস সংকট থাকতে পারে আরও ৪ দিন
৯ জানুয়ারি ২০২৫ ১৪:৪৯

আরো

সম্পর্কিত খবর