Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুরে দুই বাসের সংঘর্ষে নিহত ৯ : সেই বাসচালক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ সেপ্টেম্বর ২০২২ ১৬:২১ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২২ ১৬:২২

রংপুর: তারাগঞ্জের খারুভাঁজ সেতু এলাকায় গত ৪ সেপ্টেম্বর দুই বাসের সংঘর্ষে ৯ জন নিহতের ঘটনায় ঘাতক বাসচালক দেলোয়ার হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

তারাগঞ্জ হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব মোর্শেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার ২০ দিন পর শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় তারাগঞ্জের ইকরচালী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। দুর্ঘটনার পর থেকে দেলোয়ার আত্মগোপনে ছিলেন।

বিজ্ঞাপন

গ্রেফতার দেলোয়ার কিশোরগঞ্জ জেলা সদরের রঘুনন্দন গ্রামের বাসিন্দা।

জানা গেছে, গত ৪ সেপ্টেম্বর রাত সাড়ে ১টার দিক বৃষ্টির মধ্যে রংপুর-দিনাজপুর মহাসড়কের শলেয়াশাহ খারুভাজ সেতুর কাছে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ঠাকুরগাঁওগামী জোয়ানা পরিবহনের সঙ্গে দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইসলাম পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পাঁচজন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চারজন মারা যান। দুর্ঘটনায় আহত হন অর্ধশতাধিক যাত্রী।

এ ঘটনায় তারাগঞ্জ হাইওয়ে পুলিশ মাহবুব মোর্শেদ বাদী হয়ে মামলা দায়ের করেন।

সারাবাংলা/ইআ

বাসচালক গ্রেফতার সড়ক দুর্ঘটনায় নিহত

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর