Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জন্মদিনে মিশুক মুনীরের নামে পুরস্কার প্রদানের ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ সেপ্টেম্বর ২০২২ ১৬:০৫ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২২ ১৭:০৯

ঢাকা: শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরী ও নাট্যাভিনেত্রী প্রয়াত লিলি চৌধুরীর নামে স্মৃতি রক্ষা ট্রাস্ট গঠন করে এই ট্রাস্টের মাধ্যমে বরেণ্য চলচ্চিত্রগ্রাহক প্রয়াত মিশুক মুনীরের নামে স্মৃতি পুরস্কার প্রবর্তন উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী বছর থেকেই প্রতিযোগিতার মাধ্যমে এই পুরস্কার প্রদান করা হবে।

শনিবার (২৪ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের মোফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

সংবাদ সম্মলেনে জানানো হয়, পারিবারিক উদ্যোগে এই ট্রাস্ট ও পুরস্কারের প্রদানের উদ্যোগ নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, আজ প্রয়াত মিশুক মুনীরের ৬৩তম জন্মদিন। আগামী বছর থেকে প্রতি বছর তার জন্মদিনে সেরা অডিও ভিজুয়াল রিপোর্টার (গভীর প্রতিবেদন) ও সেরা সিনেমাটোগ্রাফার, পালা করে এই দুই ক্ষেত্রের একটি ক্ষেত্রে পুরস্কার দেওয়া হবে।

আয়োজকেরা জানান, ১৮ বছরের ঊর্ধ্বে যে কোন বাংলাদেশি এই পুরস্কারের জন্য কাজ জমা দিতে পারবেন। আগামী বছর নির্দিষ্ট সময়ে কাজ আহবান করা হবে। যেকোন দেশে ও যেকোন ফরম্যাটে কাজ গ্রহণযোগ্য হবে। যেকোন বিষয়বস্তুর ওপর রিপোর্ট/চলচ্চিত্র হতে পারে তবে অসাম্প্রদায়িকতা, মুক্তিযুদ্ধের আদর্শ ও মানবিকতার সঙ্গে সামঞ্জস্য পূর্ণ হতে হবে- বলেন তারা।

লিলি-মুনীর স্মৃতি রক্ষা ট্রাস্ট গঠন সম্পর্কে বলা হয়, জাতীয় ও ব্যক্তি জীবনে মুনীর চৌধুরী ও লিলি চৌধুরীর অবদান অবিস্মরণীয় করে রাখতে এবং তাদের প্রতি শ্রদ্ধা প্রকাশের মাধ্যম হিসেবে প্রাথমিকভাবে এই ট্রাস্ট গঠন করার সিদ্ধান্ত হয়। এই ট্রাস্টের কার্যক্রমের লক্ষ্য থাকবে নবতর প্রজন্মের জন্য অনুপ্রেরণা সৃষ্টি। প্রাথিমিক কার্যক্রমের মধ্যে গবেষণা, প্রকাশনা, সৃজনশীল কর্মকাণ্ড, স্মৃতি সংগ্রহশালা, প্রামাণ্য চিত্র ইত্যাদি অন্তর্ভুক্ত থাকবে।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে মুনীর চৌধুরী, লিলি চৌধুরী ও তাদের নামে স্মৃতি ট্রাস্ট সম্পর্কে বক্তব্য দেন নাট্য ও সাংস্কৃিতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। এ ছাড়াও বক্তব্য দেন মিশুক মুনীর স্মৃতি পুরস্কার বাছাই কমিটির সদস্যবৃন্দ মিশুক মুনীরের ছোট ভাই সংস্কৃতিকর্মী আসিফ মুনীর (তন্ময়), বোন সাংবাদিক ও প্রশিক্ষক কুররাতুল আইন তাহমিনা (মিতি), বোন অভিনেত্রী ত্রপা মজুমদার, চলচ্চিত্রকার শামীম আখতার, সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজা, প্রয়াত মিশুক মুনীরের স্ত্রী মঞ্জুলী কাজী প্রমুখ।

সারাবাংলা/কেআইএফ/ইআ

পুরস্কার মিশুক মুনীর

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর