Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানিকগঞ্জে ভগ্নিপতিকে কুপিয়ে হত্যা, শ্যালক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ সেপ্টেম্বর ২০২২ ১৫:৫০ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২২ ১৫:৫১

মানিকগঞ্জ সদর উপজেলার কৈতরা গ্রামে ভগ্নিপতিকে হত্যার অভিযোগে মো. সোহেল (২৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সদর উপজলার পুটাইল ইউনিয়নের কৈতরা গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটক সোহেল নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার রাজনগর গ্রামের প্রয়াত আলতু মিয়ার ছেলে। হত্যাকাণ্ডের শিকার রুবেল (২২) কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার তারাশ্বর গ্রামের রেনু মিয়ার ছেলে।

মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, গত শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সোহেল তার ভগ্নিপতি রুবেলের কাছে বেড়াতে যান। রুবেল স্থানীয় একটি হ্যাচারিতে কাজ করতেন। তখন সোহেল দেখতে পান রুবেল হ্যাচারির মালিক মামুনের ইটভাটা থেকে নিয়মিত ইট চুরি ও বিক্রি করছেন।

তিনি জানান, এ নিয়ে সোহেল তার ভগ্নিপতিকে বিভিন্নভাবে বুঝানোর চেষ্টা করলেও তিনি ইট বিক্রি বন্ধ করেননি। শুক্রবার রাতে ইট বিক্রির টাকা তার মালিককে দেওয়ার জন্য বললে রুবেল ক্ষিপ্ত হয়ে সোহেলকে মারতে আসে। এ সময় সোহেল রুমের ভেতর থাকা দা দিয়ে কুপিয়ে রুবেলকে হত্যা করে।

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

সারাবাংলা/ইআ

কুপিয়ে হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর