Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হবিগঞ্জে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ সেপ্টেম্বর ২০২২ ১২:১৫

প্রতীকী ছবি

হবিগঞ্জ: বানিয়াচং উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পিঠাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বানিয়াচং উপজেলার মজলিশপুর গ্রামের খতিব উল্লার ছেলে আব্দুল করিম (৬৫) ও একই গ্রামের তাজ উল্লার ছেলে নূর উদ্দিন (৫০)।

স্থানীয়রা জানান, আব্দুল করিম ও নূর উদ্দিন শনিবার সকালে মজলিশপুর গ্রামের পাশের হাওরে পিঠাবাড়ি এলাকায় কৃষি জমিতে কাজ করছিলেন। সকাল সাড়ে ৯টায় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে তারা দু’জন ঘটনাস্থলেই মারা যান।

পরে স্থানীয়রা মরদেহ দু’টি বাড়িতে নিয়ে এসেছেন। বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করেছেন।

বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ বলেন, ‘বজ্রপাতে মারা যাওয়া দু’জনের পরিবারবে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা দেওয়া হবে।’

সারাবাংলা/এমও

২ কৃষকের মৃত্যু টপ নিউজ হবিগঞ্জ

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর