Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সীগঞ্জে সংঘর্ষ: যুবদল কর্মী শাওনকে দাফন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ সেপ্টেম্বর ২০২২ ২৩:১৯

মুন্সীগঞ্জ: পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের মধ্য সংঘর্ষে নিহত যুবদল কর্মী শহীদুল ইসলাম শাওনকে দাফন করা হয়েছে।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিক জেলা সদরের মিরকাদিম পৌরসভার মুরমা জামে মসজিদ প্রাঙ্গনে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে মুরমা এলাকার সামাজিক কবরস্থানে তার দাফন সম্পন হয়।

এর আগে রাত পৌনে ৯টার দিকে শাওনের মরদেহ গ্রামের বাড়িতে নেওয়া হয়।

এদিকে রাত সোয়া ৯টার দিকে নিহত যুবদল কর্মী শাওনের বাড়িতে যান বিএনপির কেদ্রীয় সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী।

তিনি জানিয়েছেন, নিহত শাওনের পরিবারের দায়িত্ব নেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রুহুল কবীর রিজভী শাওনের পরিবারের উদ্দেশে বলেন, ‘আপনার সন্তান হারিয়েছেন দেশের জন্য, গণতন্ত্রের জন্য। এটি বড় উৎসর্গ। এ উৎসর্গ দেশবাসীর জন্য। তার আত্মদান দেশবাসী কখনও ভুলবে না।’

রিজভী আরও বলেন, ‘আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই। শাওনের মতো যাদের অন্যায়ভাবে হত্যা করা হয়েছে প্রতিটি হত্যার বিচার হবে।’

সারাবাংলা/একে

দাফন সম্পন্ন মুন্সীগঞ্জ শাওন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর