Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়লার স্তূপের পাশে যুবকের লাশ, মাথায় জখমের চিহ্ন

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ সেপ্টেম্বর ২০২২ ১৯:২৮ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২২ ২২:০৯

ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের পটিয়া উপজেলায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার মাথায় আঘাতজনিত জখমের চিহ্ন আছে বলে পুলিশ জানিয়েছে।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) গভীর রাতে পটিয়া পৌরসভার গিরিশ চৌধুরী বাজার এলাকায় সড়কের পাশে একটি ময়লার স্তূপসংলগ্ন স্থান থেকে লাশটি উদ্ধার করা হয়।

মৃত উজ্জ্বল সেন (৩০) উপজেলার খরনা গ্রামের বাসিন্দা। তিনি নগরীর সিইপিজেডে একটি পোশাক কারখানায় কাজ করতেন। নগরীতে বসবাস করলেও প্রতি বৃহস্পতিবার রাতে তিনি গ্রামের বাড়িতে যেতেন বলে জানা গেছে।

পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘ময়লার স্তূপের পাশে মৃত অবস্থায় পড়ে ছিল। স্থানীয় লোকজন দেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। তার মাথার পেছনে জখমের চিহ্ন আছে। কিভাবে মৃত্যু হয়েছে ময়নাতদন্ত প্রতিবেদন পেলে সেটা নিশ্চিত হওয়া যাবে।’

এ ঘটনায় উজ্জ্বলের পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি নিয়েছে বলে জানান পুলিশ পরিদর্শক রাশেদ।

সারাবাংলা/আরডি/একে

মরদেহ যুবক লাশ

বিজ্ঞাপন

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর