ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১
২৩ সেপ্টেম্বর ২০২২ ১২:৩৬ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২২ ১২:৩৮
ঠাকুরগাঁও: জেলার পীরগঞ্জ উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
উপজেলার গদাগাড়ি এলাকায় গতকাল বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেন।
নিহত রাজু (৪০) উপজেলার সেনগাঁও ইউনিয়নের দানাজপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। আর আহতরা হলেন— আবুল কালাম (৪৫) ও ইমরান (২৫)।
পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে ওই তিন মোটরসাইকেল আরোহী স্থানীয় ফকিরগঞ্জ বাজার থেকে বাড়ি যাচ্ছিলেন। পথে গদাগাড়ি এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, উপজেলার গদাগাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে একজনের মৃত্যু হয় এবং আরও দুইজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
সারাবাংলা/এনএস