Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় ইউএনও’র বিরুদ্ধে কর্মচারী পেটানোর অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ সেপ্টেম্বর ২০২২ ২৩:০৭ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২২ ১২:১২

বগুড়া: বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সমর কুমার পালের বিরুদ্ধে ওই অফিসেরই চতুর্থ শ্রেণির এক কর্মচারীকে পেটানোর অভিযোগ উঠেছে। আহত অবস্থায় ওই কর্মচারী দীর্ঘসময় পড়ে ছিলেন উপজেলা পরিষদ চত্বরের মসজিদের পাশে। পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়।

আহত আলমগীর শেখ (৪৮) সদর উপজেলা পরিষদের প্রকৌশল বিভাগের নৈশ প্রহরী হিসেবে কর্মরত।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যার পর এই ঘটনা ঘটে।

আহত আলমগীরের জামাতা মাসুদ রানা জানান, সম্প্রতি তার শ্বশুরের সঙ্গে শাশড়ি সহিদা বেগমের পারিবারিক কলহ হয়। এ কারণে শাশুড়ি তাকে খুঁজতে উপজেলা পরিষদ চত্বরে যান। সেখানে তাকে না পেয়ে গত বুধবার সন্ধ্যায় তিনি ইউএনও’র কাছে বিষয়টি অবহিত করেন। সেই কারণেই বৃহস্পতিবার সন্ধ্যায় তার শ্বশুরকে ডেকে নিয়ে একটি কক্ষে আটকে রেখে ইউএনও ও তার গার্ডরা মিলে বেদম মারধর করেন। ওই কক্ষ থেকে তিনি বেরিয়ে কোনোমতে মসজিদের সামনে গিয়ে জ্ঞান হারিয়ে পড়ে যান। সেখানেই তিনি দীর্ঘসময় পড়ে ছিলেন।

পরে উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখানে গিয়ে তার গাড়িতে করে আহত আলমগীরকে হাসপাতালে পৌঁছে দেন। হাসপাতালে ভর্তির পর জ্ঞান ফিরলে আলমগীর তাদের জানান যে তাকে বেদম প্রহার করার কারণে তিনি বাম হাত ও ডান পা নড়াতে পারছেন না। ডাক্তাররা হাত ও পায়ের এ-ক্সরে করতে বলেছেন।

আলমগীরের মেয়ে লোপা খাতুন বলেন, ‘মায়ের অভিযোগ পেয়ে ইউএনও তা যাচাই না করেই এমন নির্যাতন করেছেন। বাবার কোনো দোষ থাকলে তিনি আইনগত ব্যবস্থা নিতে পারতেন। তা না করে কেন মারপিট করলেন সেটি আমাদের বোধগম্য নয়।’

বিজ্ঞাপন

ঘটনার বিষয়ে বক্তব্য জানতে একাধিক বার ইউএনও সমর কুমার পালের মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।

পরে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান শফিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘সন্ধ্যার পর মসজিদের সামনে লোকজনের ভিড় দেখে এগিয়ে গিয়ে জানতে পারেন আলমগীর সেখানে পড়ে আছেন। সেখানে আলমগীরের মেয়ে ও জামাতাও ছিল। কয়েকজন কর্মচারী তার মাথায় পানি দিচ্ছিলেন। তাদের কাছে শুনতে পারেন যে, ইউএনও ও আনসার সদস্যরা আলমগীরকে মারপিট করেছেন। তিনি (চেয়ারম্যান) পৌঁছার খবর পেয়ে সেখানে ইউএনও নিজেও যান। সেখানেই আলমগীরের মেয়ে তার কাছে (ইউএনও’র) মারপিট করার কারণে জানতে চাইলে ইউএনও সেখান থেকে চলে যান। পরে আহত আলমগীরকে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।

সারাবাংলা/একে

ইউএনও বগুড়া মারধর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর