Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে স্কুলছাত্রীকে গলা কেটে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২২ সেপ্টেম্বর ২০২২ ২২:৫৮

নোয়াখালী: সদর উপজেলায় অষ্টম শ্রেণি পড়ুয়া এক মেয়েকে গলা ও হাতের রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ তাৎক্ষণিক এ হত্যাকাণ্ডের কারণ জানাতে পারেনি।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে নোয়াখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীনারায়ণপুর এলাকায় ওই শিক্ষার্থীর নিজ বাসায় এ ঘটনা ঘটে। সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত ওই স্কুলছাত্রীর নাম তাসমিয়া হোসেন অদিতি (১৪)। সে নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। তার বাবা মৃত রিয়াজ হোসেন। আর মা স্থানীয় একটি বেসরকারি বিদ্যালয়ের শিক্ষিকা।

ওসি মো.আনোয়ারুল ইসলাম বলেন, ‘বৃহস্পতিবার রাত ৮টার দিকে নোয়াখালী পৌরসভার লক্ষ্মীনারায়ণপুর গ্রামে এক কিশোরীকে গলা কেটে হত্যা করা হয়েছে বলে পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে যায়। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ওই স্কুল ছাত্রীর শোবার ঘরে তার গলা ও হাতের রগ কাটা লাশ পড়ে আছে। তবে এখন পর্যন্ত হত্যাকাণ্ডের কোনো কারণ জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

ওসি জানায়, মরদেহ উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

সারাবাংলা/পিটিএম

নোয়াখালী স্কুলছাত্রী হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর