Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৪ ঘণ্টায় এক মৃত্যু, শনাক্ত ৬৭৮

সারাবাংলা ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২২ ১৬:৫৫ | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২২ ১৯:০৪

ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় নভেল করোনাভাইরাসে সংক্রমিত রোগীদের মধ্যে একজনের ‍মৃত্যু হয়েছে। এ ছাড়া নতুন রোগী শনাক্তের সংখ্যা আগের দিনের চেয়ে কিছুটা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছেন ৬৭৮ জন। যা আগের দিন ছিল ৬৪১ জন।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার হয়েছে ১৪ দশমিক ১৩ শতাংশ। যা আগের দিন ছিল ১৪ দশমিক ৭৩ শতাংশ।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীরের সই করা করোনাভাইরাসের সংক্রমণ-মৃত্যুর বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন বুথ থেকে ৪ হাজার ৮১২টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে নমুনা পরীক্ষা করা হয় ৪ হাজার ৭৯৮টি। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্ত হয়েছে ৬৭৮ জনের শরীরে।

গত ২৪ ঘণ্টায় সংক্রমণ শনাক্তের হার ১৪ দশমিক ১৩ শতাংশ। যা আগের দিন ছিল ১৪ দশমিক ৭৩ শতাংশ। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষার বিপরীতে মোট সংক্রমণ শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ।

করোনাভাইরাস সংক্রমিতদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৩৯ জন। যা আগের দিন ছিল ২২০ জন। এ নিয়ে এখন পর্যন্ত করোনামুক্ত হলেন ১৯ লাখ ৬১ হাজার ৮১৯ জন। সংক্রমণ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ১১ শতাংশ। যা আগের দিন ছিল ৯৭ দশমিক ১৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনার সংক্রমণ নিয়ে নতুন করে একজন পুরুষ রোগীর মৃত্যু হয়েছে। এ পর্যন্ত দেশে করোনায় ২৯ হাজার ৩৪৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ১৮ হাজার ৭৩২ জন, নারী ১০ হাজার ৬১৪ জন। করোনায় এ পর্যন্ত পুরুষ রোগী মৃত্যুর হার ৬৩ দশমিক ৮৩ শতাংশ, নারী রোগীর মৃত্যুহার ৩৬ দশমিক ১৭ শতাংশ।

বিজ্ঞাপন

গত ২৪ ঘণ্টায় দেশে ৮৮১টি পরীক্ষাগারে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৬১টি, জিন এক্সপার্ট ল্যাব ৫৭টি এবং র‌্যাপিড অ্যান্টিজেন ল্যাব ৬৬৩টি। এ সব ল্যাবে মোট নমুনা পরীক্ষা হয়েছে ১ কোটি ৪৮ লাখ ৪১ হাজার ৩৩৪টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯৭ লাখ ৮২ হাজার ৬৬৩টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫০ লাখ ৫৮ হাজার ৬৭১টি।

সারাবাংলা/একে

করোনা কোভিড-১৯ নভেল করোনাভাইরাস

বিজ্ঞাপন

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর