Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়পুরহাটে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ সেপ্টেম্বর ২০২২ ১৫:৪২

জয়পুরহাট: মুন্সিগঞ্জে বিএনপির কর্মসূচিতে পুলিশের গুলিতে নেতাকর্মীদের হতাহতের প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বিক্ষোভ মিছিলটি শহরের স্টেশন এলাকা থেকে বের হয়ে সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

সমাবেশ বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেন, জেলা যুবদলের আহ্বায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র, সিনিয়র যুগ্ম আহবায়ক আবু রাইহান উজ্বল, যুগ্ম আহ্বায়ক মোনজুরে মওলা পলাশ, রেজভী আহমেদ, সদস্য সচিব মোক্তাদুল হক আদনান, সদস্য মহিদুল ইসলাম রাজিব, আতিকুর রহমান সোহাগ প্রমুখ।

এ সময় বক্তারা সারাদেশে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।

সারাবাংলা/ইআ

যুবদলের বিক্ষোভ সমাবেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর