Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হামলার জন্য রাশিয়ার শাস্তি দাবি করল ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২২ ১৫:২৫

ইউক্রেনে হামলা চালানোর জন্য রাশিয়ার শাস্তি দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলানস্কি। গতকাল বুধবার (২১ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে এই দাবি জানিয়েছেন তিনি। খবর এএফপি।

জাতিসংঘ সাধারণ পরিষদের চলমান অধিবেশনে একমাত্র জেলানস্কিকেই ভার্চ্যুয়ালি ভাষণ দেওয়ার সুযোগ দেওয়া হয়। ইংরেজিতে দেওয়া ভাষণটি আগে রেকর্ড করা হয়েছিল। ওই ভাষণে হামলার জন্য মস্কোর শাস্তির বিষয়টি ১৫ বার উল্লেখ করেন তিনি।

বিজ্ঞাপন

জেলানস্কি বলেন, ‘আমাদের ভূখণ্ড চুরির চেষ্টার জন্য রাশিয়ার শাস্তি দাবি করে ইউক্রেন। হাজার হাজার মানুষ হত্যা এবং নারী-পুরুষদের নির্যাতন জন্য শাস্তি দাবি করে।’

রাশিয়াকে জবাবদিহিতার আওতায় আনতে জেলানস্কি একটি বিশেষ ট্রাইব্যুনাল গঠনের আহ্বান জানান। তিনি বলেন, এটি হবে সম্ভাব্য সকল আক্রমণকারীদের জন্য একটি সতর্কবার্তা।
রাশিয়ার আগ্রাসনের শিকার হওয়ার জন্য ক্ষতিপূরণও দাবি করেন তিনি। রাশিয়াকে তার নিজের দেশের সম্পদ দিয়ে ক্ষতিপূরণের এই অর্থ দেওয়া উচিত বলে মত দেন তিনি।

ইউক্রেন যুদ্ধের ফলাফল পক্ষে আনতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রিজার্ভ সৈন্য ডাকার নির্দেশ এবং প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দেওয়ার কয়েক ঘণ্টা পর জেলানস্কি জাতিসংঘ সাধারণ পরিষদে তার ভাষণ দিলেন।

ভাষণ শুরু করার সময় সাধারণ পরিষদের অধিবেশনে থাকা বিশ্ব নেতারা দাঁড়িয়ে জেলানস্কিকে সম্মান দেখান, যা একেবারে বিরল। করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারি সংক্রান্ত বিভিন্ন বিধিনিষেধ আরোপের দুই বছর পর ফের সরাসরি অংশগ্রহণে এই অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএস

ইউক্রেন টপ নিউজ ভলোদিমির জেলানস্কি রাশিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর