Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুই কিশোরীকে গণধর্ষণ: ৩ আসামির যাবজ্জীবন কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট
২২ সেপ্টেম্বর ২০২২ ১৪:৫৫ | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২২ ১৬:২৮

ঢাকা: রাজধানীর কদমতলী এলাকায় দুই কিশোরী গণধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার ৩ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারক জুলফিকার হায়াত এই রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামিরা হলেন- সোহেল বেপারী(৩৮), রানা বেপারী(৩২) ও আক্তার আলী(৩৮)। দণ্ডের পাশাপাশি এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে ৬ মাস কারাভোগ করতে হবে। এছাড়াও সজলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেন ট্রাইব্যুনাল।

মামলার অভিযোগে বলা হয়, রাজধানীর কদমতলী থানাধীন নোয়াখালী পট্টিস্থ গেসুর বাড়ির ভাড়াটিয়া আব্দুর রাজ্জাক মাদবরের বাড়িতে মামলার আসামি ও দুই ভিকটিম পরিবারসহ ভাড়া থাকতেন। ২০২০ সালের ৮ অক্টোবর রাত ১০টার দিকে আসামিরা সুযোগ বুঝে ভাড়া থাকা দুই ভুক্তভোগীর বাসার দরজায় ‘নক’ করেন। বাসার দরজা খুললে আসামিরা বাসায় ঢুকে দরজা লাগিয়ে তাদের গণধর্ষণ করেন। ওই ঘটনায় আসামিদের বিরুদ্ধে কদমতলী ইদ্রিস বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

২০২১ সালের ১৫ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করেন আদালত। মামলাটির বিচার চলাকালীন সময় ২৪জন সাক্ষীর মধ্যে ১১ জন সাক্ষ্য দেন।

সারাবাংলা/এআই/ইআ

গণধর্ষণ যাবজ্জীবন কারাদণ্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর