Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বর্তমান সরকার কৃষিবান্ধব: বস্ত্র ও পাটমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ সেপ্টেম্বর ২০২২ ১৪:৪৫ | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২২ ১৪:৪৮

নারায়ণগঞ্জ: বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। সময়মতো সার-বীজ কৃষকের হাতে পৌঁছে দিচ্ছে সরকার। কৃষকরা যাতে ধানসহ উৎপাদিত সব ফসলের ন্যায্যমূল্য পান, সেই ব্যবস্থাও করা হয়েছে।’

বৃহস্প‌তিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে রূপগঞ্জ উপজেলা কৃ‌ষি সম্প্রসারণ অধিদফতরের হলরুমে ক্ষুদ্র প্রা‌ন্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। ২০২২-২০২৩ অর্থ বছ‌রে চল‌তি খ‌রিপ-২ মৌসু‌মে মাসকলাই উৎপাদন বাড়াতে এই আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

রূপগঞ্জ উপ‌জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে ৫০ জন কৃষকের মা‌ঝে এই বীজ ও সার বিতরণ করা হয়। এসময় প্রতি কৃষক‌কে ৫ কে‌জি বীজ ও ১৫ কে‌জি সার দেওয়া হয়।

বস্ত্র ও পাটমন্ত্রী ব‌লেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় কৃষকের কথা ভাবেন। কৃষকের উন্নয়নের জন্য সর্বদা কাজ করে যাচ্ছেন। বর্তমান সরকার কৃষকদের বিনামূল্যে সার ও বীজ দি‌চ্ছে। প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ২০০৯ সালে কৃষক‌দের বীজ ও সার দেওয়ার ব্যবস্থা ক‌রেছেন। সরকার কৃষ‌ক‌দের ভর্তু‌কি দি‌চ্ছে।’

কৃ‌ষি আমাদের আদি পেশা উল্লেখ করে গোলাম দস্তগীর গাজী বলেন, ‘আমাদের খাদ্যের চা‌হিদা বেড়েছে। বেঁচে থাকতে হলে আমাদের খাদ্যের প্রয়োজন আছে। রা‌শিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব পড়েছে বিশ্ববাজারে। জ্বালানি তে‌লের দাম বৃ‌দ্ধি পেয়েছে। জ্বালানি তে‌লের দাম বাড়ার অর্থ খাদ্য দ্রব্য সহ সব‌কিছুর দাম বে‌ড়ে যাওয়া।’

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সাল হকের সভাপ‌তিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভুঁইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, উপ‌জেলা কৃ‌ষি কর্মকর্তা ফা‌তেহা নুর, উপ‌জেলা প্রকৌশলী জামাল উদ্দীনসহ অনেকে।

বিজ্ঞাপন

এদি‌কে, বৃহস্প‌তিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগ‌ঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া এলাকায় উপজেলা প‌রিষদ মিলনায়ত‌নে ‘সড়‌কের টেকসই ব্যবহার, অ‌বৈধ গাড়ী পা‌র্কিং, নদী দূষণ, প‌রি‌বেশবান্ধব উৎপাদ‌নে ইটি‌পির ব্যবহার এবং নিরাপদ কর্মপ‌রি‌বেশ’ বিষ‌য়ে রূপগঞ্জ উপ‌জেলাধীন শিল্পকারখানার মা‌লিক ও ব্যবস্থাপনা প‌রিচালকদের সঙ্গে মত‌বি‌নিময় করেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক)।

সভায় প্রধান অতিথি হিসেবে বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, ‘প‌রিবেশ ও নদী দূষণরোধে সবাইকে এগিয়ে আসতে হবে।’

সারাবাংলা/এনআর/এমও

কৃষিবান্ধব বস্ত্র ও পাটমন্ত্রী সরকার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর