Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ২ তরুণ আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ সেপ্টেম্বর ২০২২ ১৪:১৬ | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২২ ১৫:৫০

যশোর: জেলার শার্শা উপজেলায় এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে দুই তরুণকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার (২১ সেপ্টেম্বর) রাতে উপজেলার নিজামপুর ইউনিয়নের কর্ন্দপপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটককৃত আসামিরা হলেন— উপজেলার বড় নিজামপুর গ্রামের শাহাজান মল্লিকের ছেলে মো. হাসান (১৯) এবং একই গ্রামের রিজাউল হকের ছেলে মাসুদ রানা (১৯)। তারা দুজনই একে অপরের বন্ধু।

জানা যায়, আত্মীয় অসুস্থতার কারণে পরিবারের সদস্যরা যশোর হাসপাতালে থাকায় বাড়ি একা ছিলেন ভুক্তভোগী। এই সুযোগে প্রেমিক মো. হাসানকে মোবাইলে কল করে তার বাড়িতে আসতে বলেন তিনি। হাসান তার অপর বন্ধু মাসুদ রানাকে সঙ্গে নিয়ে ওই বাড়িতে যান। এ সময় তারা দু’জন মিলে ওই পরীক্ষার্থীকে ধর্ষণ করেন। প্রতিবেশীরা বিষয়টি বুঝতে পেরে পুলিশকে খবর দেয়।

পরবর্তীতে গোড়পাড়া ক্যাম্পের পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় লোকজনদের নিকট হতে হাসান ও মাসুদকে আটক করে শার্শা থানায় নিয়ে আসে। তারা বর্তমানে তারা শার্শা থানা জেল হাজতে আছেন।

এ বিষয়ে জানতে চাইলে শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন খান বলেন, ‘আটককৃত আসামিদের নামে একটি ধর্ষণের অভিযোগ হয়েছে। ভুক্তভোগী পরীক্ষার্থীও থানা পুলিশের হেফাজতে আছে। তাকে মেডিকেল পরীক্ষার জন্য যশোর হাসপাতালে পাঠানো হয়েছে।’

সারাবাংলা/এনএস

টপ নিউজ যশোর শার্শা উপজেলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর