Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁয় দুর্বৃত্তের দেওয়া আগুনে স্বামী-স্ত্রী দগ্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ সেপ্টেম্বর ২০২২ ১১:২৫

নওগাঁ: জেলার পত্নীতলা উপজেলার আমদাদপুর কমলাবাড়ী গ্রামে দুর্বৃত্তের ছোড়া আগুনে স্বামী রিপন (২৪) ও তার স্ত্রী হালিমা (২০) দগ্ধ হয়েছেন। তাদের দু’জনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

 গুরুতর অবস্থায় এই দম্পতিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। গতকাল বুধবার (২১ সেপ্টেম্বর) রাত ৯ টার সময় এই অগ্নিকাণ্ড ঘটে।

স্থানীয়রা জানান, রিপন মিয়া ও তার স্ত্রী হালিমা প্রতিদিনের মতো রাতের খাবার শেষে ঘুমাতে যান। এসময় বাড়ির পেছন থেকে ঘরের জানালা দিয়ে দুর্বৃত্তরা পেট্রল মিশ্রিত আগুন ঘরের মধ্যে ছুড়ে মারে। আগুন মুহূর্তের মধ্যে ঘরে ছড়িয়ে পড়ে। শরীরে আগুন ধরলে স্বামী-স্ত্রীর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাদের উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন। পরে চিকিৎসকরা তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.খালিদ সাইফুল্লাহ বলেন, অগ্নিদগ্ধ স্বামী-স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক। তাদের শরীরের ৭০ থেকে ৮০ ভাগ ঝলসে গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সারাবাংলা/এনএস

নওগাঁ স্বামী-স্ত্রী দগ্ধ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর