বাইডেন আয়োজিত সংবর্ধনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
সারাবাংলা ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২২ ১০:৩৭ | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২২ ১৩:১১
২২ সেপ্টেম্বর ২০২২ ১০:৩৭ | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২২ ১৩:১১
ঢাকা: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক আসা বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে বুধবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় আমেরিকার ন্যাচারাল হিস্টোরি জাদুঘরে এ সংবর্ধনার আয়োজন করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার স্ত্রী জিল বাইডেন।
পরে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন হোটেল লোটে প্যালেসে সাংবাদিকদের ব্রিফ করেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অনুষ্ঠান স্থলে জো বাইডেন এবং তার স্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা জানান।’
আব্দুল মোমেন বলেন, ‘দুই নেতা কুশল বিনিময় করেন এবং বিভিন্ন ইস্যুতে কথা বলেন।’
জো বাইডেনকে বাংলাদেশ সফরেরও আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী, বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।
সারাবাংলা/এনআর/এমও