পলাশবাড়ীতে গৃহবধূর মরদেহ উদ্ধার, পলাতক স্বামী
২২ সেপ্টেম্বর ২০২২ ০৮:৫৯ | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২২ ০৯:০১
গাইবান্ধা: জেলার পলাশবাড়ী উপজেলায় শাম্মী বেগম (২৭) নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে স্বামী জাহাঙ্গীর মিয়া পলাতক রয়েছেন। তিনি পেশায় একজন শ্রমিক।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) ময়নাতদন্তের জন্য মরদেহ গাইবান্ধা সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এর আগে, গতকাল বুধবার (২১ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কিশোরগাড়ি ইউনিয়নের কাতুলি গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
পলাশবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মান্নান এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে বাড়ির আঙ্গিনা থেকে গৃহবধূ শাম্মীর লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী জাহাঙ্গীর পলাতক রয়েছেন। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) ময়না তদন্তের জন্য মরদেহ গাইবান্ধা সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।
তিনি আরও জানান, নিহতের শ্বশুরবাড়ির লোকজনের দাবি শাম্মী আত্মহত্যা করেছেন। তবে এটি হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের রিপোর্টে তা জানা যাবে। এ ব্যপারে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সারাবাংলা/এনএস