Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যক্তিবন্দনার কদর্য রাজনীতি চাই না: হুইপ স্বপন

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ সেপ্টেম্বর ২০২২ ০০:০৯

চট্টগ্রাম ব্যুরো: ব্যক্তিবন্দনার বিলবোর্ড নির্ভর কদর্য রাজনীতি না করার জন্য দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি এমএ মান্নানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় হুইপ স্বপন এ আহ্বান জানান। নগরীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে নগর আওয়ামী লীগ এ স্মরণসভার আয়োজন করে।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, ‘বিএনপি-জামায়াত দেশকে অস্থিতিশীল করে দেশের অগ্রযাত্রা অচল করে দিতে ষড়যন্ত্র করছে আর তথাকথিত সুশীল সমাজ ইন্ধন যোগাচ্ছে। আওয়ামী লীগ মাঠ দখলের রাজনীতি করে না, আমরা মানুষের মন দখল করবো। দেশের স্বার্থে আমাদের দায়িত্বশীল আচরণ করতে হবে। আমাদের রাজনীতি হবে মাঠ গরম করা নয়, মানুষের মন জয় করা।’

ব্যক্তিবন্দনা পরিহারের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এম এ মান্নান শুদ্ধাচারী রাজনীতিক ছিলেন। রাজনীতিকে তিনি জনকল্যাণমুখী ধারায় রেখেছিলেন। এমএ মান্নানের মতো রাজনীতিকের সংখ্যা কমে আসছে। রাজনীতি ব্যক্তির চেয়ে বড়। দলের আদর্শের প্রতি আনুগত্য ও জনগণের সেবা ও কল্যাণ করাই একজন রাজনীতিকের ব্রত। কিন্তু আজ রাজনীতিকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। রাজনীতিতে আবর্জনার জায়গা নেই। ব্যানার, ফেস্টুন, পোস্টার নির্ভর রাজনীতি আমরা চাই না। এখন দেখা যায়, বিলবোর্ডে ব্যক্তির বন্দনা। বিলবোর্ড নির্ভর এই কদর্য রাজনীতি চাই না।’

নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘আগামী সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমরা নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি। এই নির্বাচনের সঙ্গে শুধু দলের নয়, সমগ্র দেশ ও জাতির অস্তিত্বের প্রশ্ন রয়েছে। এই বাস্তবতা ও সত্যটি অনুধাবন করে আমাদের জনগণের কাছে গিয়ে সাংগঠনিক ভিত্তি মজবুত করতে হবে এবং আমাদের ঐক্যের শক্তিকে সুসংহত করতে হবে।’

বিজ্ঞাপন

নগর কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন- দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মফিজুর রহমান, নগরের সহ সভাপতি খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন চৌধুরী, উত্তর জেলার সহ সভাপতি এটিএম পেয়ারুল ইসলাম, নগর কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, আইন সম্পাদক শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, কার্যনির্বাহী সদস্য সাইফুদ্দিন খালেদ বাহার, প্রয়াত এম এ মান্নানের ছেলে আব্দুল লতিফ টিপু, মো. জাবেদ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আফরোজা কালাম।

এর আগে, সকালে নগরীর দামপাড়ায় প্রয়াতের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় নগর আওয়ামী লীগ।

সারাবাংলা/আরডি/পিটিএম

আবু সাঈদ আল মাহমুদ স্বপন জাতীয় সংসদ হুইপ

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর