Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উচ্চ রক্তচাপের ঝুঁকি মোকাবিলায় ওষুধের প্রাপ্যতা নিশ্চিত জরুরি

সিনিয়র করেসপন্ডেন্ট
২১ সেপ্টেম্বর ২০২২ ২৩:১২

ঢাকা: দেশের বিপুল সংখ্যক মানুষ ভুগছে অসংক্রামক রোগ উচ্চ রক্তচাপে। বর্তমানে প্রতি পাঁচ জনের মাঝে একজন প্রাপ্তবয়স্ক মানুষ (২১%) উচ্চ রক্তচাপে ভুগছে। যাদের অধিকাংশ জানেই না যে, তাদের উচ্চ রক্তচাপ রয়েছে। নীরবে উচ্চ রক্তচাপ শরীরের বিভিন্ন অংশকে ক্ষতিগ্রস্ত করতে পারে। উচ্চ রক্তচাপ বিষয়ে গণসচেতনতা ও চিকিৎসাসেবা বাড়াতে দেশের সব কমিউনিটি ক্লিনিকগুলোতে রক্তচাপ পরীক্ষা এবং ওষুধের প্রাপ্যতা নিশ্চিত করা প্রয়োজন।

বিজ্ঞাপন

বুধবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানারস কনফারেন্স রুমে ‘হাইপারটেনশন অ্যান্ড হার্ট হেলথ’ শীর্ষক দুই দিনব্যাপী সাংবাদিক কর্মশালায় এসব তথ্য জানান জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।

আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর (জিএইচএআই)-এর সহায়তায় গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) দুই দিনব্যাপী (২০-২১ সেপ্টেম্বর) এই কর্মশালা আয়োজন করে। কর্মশালায় প্রিন্ট, টেলিভিশন এবং অনলাইন মিডিয়ায় কর্মরত ৩০ জন সাংবাদিক অংশ নেন।

কর্মশালায় জানানো হয়, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সরকারের বেশকিছু নীতি ও কর্মপরিকল্পনা থাকলেও এ বিষয়ে দেশব্যাপী উল্লেখযোগ্য কোনো কর্মসূচি নেই। সরকার বৈশ্বিক লক্ষ্যমাত্রা অনুসরণ করে অসংক্রামক রোগ প্রতিরোধে ২০২৫ সালের মধ্যে উচ্চ রক্তচাপের প্রাদুর্ভাব তুলনামূলকভাবে ২৫ শতাংশ কমানোর (রিলেটিভ রিডাকশন) লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

সুতরাং, সঠিক নিয়মে উচ্চ রক্তচাপ পরীক্ষা, চিকিৎসা সেবা গ্রহণ এবং উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ও অন্যান্য অসংক্রামক রোগের ঝুঁকি বিষয়ে ব্যাপক জনসচেতনতা তৈরি করতে হবে। সকল হাসপাতাল এবং কমিউনিটি ক্লিনিক পর্যায়ে উচ্চ রক্তচাপ চিকিৎসা এবং ওষুধ প্রদান নিশ্চিত করতে এ খাতে সরকারের বাজেট বরাদ্দ বাড়াতে হবে।

কর্মশালায় প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশের এনসিডি ডা. সৈয়দ মাহফুজুল হক, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের রোগতত্ত্ব বিভাগের প্রধান অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. এস এম মোস্তফা জামান, ব্র্যাক জেমস পি গ্রান্টস স্কুল অব পাবলিক হেলথের সেন্টার ফর নন কমিউনিকেবল ডিজিজ অ্যান্ড নিউট্রিশন বিভাগের পরিচালক অধ্যাপক ডা. মলয় কান্তি মৃধা, জিএইচএআই বাংলাদেশ কান্ট্রি লিড মো. রূহুল কুদ্দুস, এনটিভির হেড অফ নিউজ জহিরুল আলম, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণবিষয়ক প্রোগ্রাম ম্যানেজার ডা. মাহফুজুর রহমান ভূঁইয়া উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসবি/পিটিএম

উচ্চ রক্তচাপ ওষুধ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর