Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রূপনা চাকমার জন্য বাড়ি তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

সারাবাংলা ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২২ ২২:৩৮ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২২ ০৮:৪৪

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা বিজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের একজন গর্বিত সদস্য রূপনা চাকমার জন্য তার নিজ শহর রাঙ্গামাটিতে একটি বাড়ি নির্মাণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

বাংলাদেশ সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারায়।

প্রধানমন্ত্রী বর্তমানে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম সম্মেলনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থান করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে রূপনা চাকমার জীর্ণ কুটিরের ছবি ভাইরাল হলে তা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে এবং তিনি এই নির্দেশ দেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান যে, যুক্তরাষ্ট্রে অবস্থানরত প্রধানমন্ত্রী রূপনা চাকমার ঘর নির্মাণের নির্দেশ দিয়েছেন। রূপনা চাকমা সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের সেরা গোলরক্ষক হয়েছেন।

রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান রূপনা চাকমা ও ঋতুপূর্ণাকে শুভেচ্ছা জানাতে মিষ্টি, ফল ও ফুল নিয়ে তাদের বাড়িতে যান।

সারাবাংলা/একে

রুপনা চাকমা সাফজয়ী ফুটবলার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর