Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুদ্ধ করে স্বাধীন হয়েছি, কাউকে কাউন্ট করি না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ সেপ্টেম্বর ২০২২ ২২:৩০ | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২২ ০৯:৪১

ফাইল ছবি

ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘আমাদের পলিসি সবার সঙ্গে বন্ধুত্ব কারও সঙ্গে শত্রুতা নয়। আমরা কখনও যুদ্ধ এনকারেজ করি না। আর যুদ্ধের মতো পরিস্থিতিও এখানে আসেনি। মিয়ানমার তাদের ইন্টারনাল কনফ্লিক্টে যুক্ত। রোহিঙ্গা জনগোষ্ঠীকে তারা জোর করে আমাদের কাছে পাঠিয়েছে। এছাড়া তাদের সঙ্গে আমাদের কোনো বৈরী আচরণ নেই। সেনাবাহিনী আমাদের জানিয়েছে, যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সবসময় প্রস্তুত থাকে। আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছি, কাজেই কাউকে আর কাউন্ট করি না। আমরা বীরের জাতি।’

বিজ্ঞাপন

বুধবার (২১ সেপ্টেম্বর) সচিবালয়ে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রতিনিধির সঙ্গে নিয়ে জরুরি বৈঠকে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠক শেষে গণমাধ্যমের কাছে বিস্তারিত তুলে ধরেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মিয়ানমার থেকে ছোড়া গোলাবারুদে সীমান্তে জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। এ নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং আইনশৃঙখলা বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করা হয়েছে। তবে মিয়ানমারের সঙ্গে যুদ্ধে লিপ্ত হওয়ার মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি।’

মন্ত্রী বলেন, ‘অনেকটা হঠাৎ করেই আমরা মিটিং আহ্বান করেছি। একটা পরিস্থিতি আমরা দেখছি মিয়ানবার বারবার একই ঘটনা ঘটিয়ে যাচ্ছে। আমরা দেখছি, মিয়ানমার মাঝে মাঝেই আরাকান আর্মির সঙ্গে যে যুদ্ধে লিপ্ত হয়েছে, সেই যুদ্ধের গোলাবারুদ আমাদের সীমান্তের ভেতরে এসে পড়ছে। এতে আমাদের জনগণ আতংকিত হচ্ছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মিয়ানমারের ভেতরে যুদ্ধ চলছে। আমরা মনে করি এটি তাদের ইন্টারনাল বিষয়। এখানে বাংলাদেশের কিছু করার নেই।’

বাংলাদেশ সীমান্ত ওপারে বেশ কিছুদিন ধরে বিদ্রোহী আরাকান আর্মির সঙ্গে লড়াই চলছে। এ লড়াইয়ে মিয়ানমার সেনাদের ছোড়া কিছু মর্টার শেল বাংলাদেশের অভ্যন্তরে এসে পড়ে।

সর্বশেষ গত শুক্রবার রাতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু কোনাপাড়া সীমান্তে মিয়ানমার সেনাবাহিনীর ছোড়া মর্টারশেলে একজন নিহত হোন। এ বিষয়ে এরইমধ্যে ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতকে একাধিকবার তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার (২০ সেপ্টেম্বর) ঢাকায় নিযুক্ত অন্যান্য দেশের মিশন প্রধানদের ডেকেও পরিস্থিতি জানানো হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/একে

আসাদুজ্জামান খাঁন কামাল মিয়ানমার রোহিঙ্গা স্বরাষ্ট্রমন্ত্রী

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর