চট্টগ্রামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
২১ সেপ্টেম্বর ২০২২ ১৯:০৫ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২২ ১৯:৩২
চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের সীতাকুণ্ডে পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২১ সেপ্টেম্বর) সীতাকুণ্ড পৌরসভার চৌধুরীপাড়া ও শিবপুর এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহতরা হলো- নাহিমা আক্তার (২) ও মো. মাশরাফি (৭)। এদের মধ্যে নাহিমা পাঁচ নম্বর ওয়ার্ডের চৌধুরী পাড়ার প্রবাসী কামাল উদ্দিনের মেয়ে। মাশরাফি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের শিবপুর এলাকার বাসিন্দা সাইফুল ইসলামের ছেলে।
পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শফিউল আলম চৌধুরী মুরাদ জানান, শিশু নাহিমা পরিবারের সদস্যদের অগোচরে ঘর থেকে বের হয়ে গিয়েছিল। ঘরের পেছনের ডোবায় পড়ে সে তলিয়ে যায়। পরিবারের সদস্যরা তাকে অনেক খোঁজাখুঁজির ডোবায় তার মরদেহ পায়।
পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহ কামাল চৌধুরী জানান, দুপুরে খেলতে গিয়ে বাড়ির কাছে একটি পুকুরে পড়ে যায় মাশরাফি। পানিতে তলিয়ে যাওয়া মাশরাফিকে উপস্থিত লোকজন দ্রুত তুলে আনলেও বাঁচানো যায়নি।
সারাবাংলা/আরডি/ইআ