বিএনপির যেকোনো চক্রান্ত প্রতিহতের ক্ষমতা আওয়ামী লীগের আছে: পাপন
২১ সেপ্টেম্বর ২০২২ ১৮:১৩ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২২ ১৮:৩৭
কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ-৬ (ভৈরব ও কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, গণতন্ত্র ও সংবিধানের প্রতি আস্থা রেখে জনমানুষের ভাগ্য উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মী কাজ করছেন। দেশ যখন দুর্বার গতিতে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে এবং বিশ্ব দরবারে প্রশংসা কুড়াচ্ছে ঠিক তখনই বিএনপি আবার অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। দেশের স্বার্থ নষ্ট করার জন্য তারা মাথাচাড়া দিয়ে উঠেছে। কিন্তু তারা ভুলে গেছে যে, রাজপথে আওয়ামী লীগকে দুর্বল ভাবার কোনো সুযোগ নেই। বিএনপির যেকোনো প্রকার চক্রান্ত সমূলে প্রতিহত করার ক্ষমতা আওয়ামী লীগের আছে।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) ভৈরবে এক গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্যে নাজমুল হাসান পাপন এ সব কথা বলেন। বিএনপির সন্ত্রাস, নৈরাজ্যের ও মিথ্যাচারের প্রতিবাদে ভৈরব উপজেলা ও পৌর আওয়ামী লীগ এই গণজমায়েতের আয়োজন করে।
নাজমুল হাসান পাপন বলেন, ‘স্বাধীনতাবিরোধী শক্তি ও কুচক্রিমহলদের দল বিএনপি বঙ্গবন্ধু হত্যা থেকে শুরু করে আওয়ামী লীগকে উৎখাত করার জন্য একের পর এক হত্যা, খুন নিপীড়নের ধ্বংসযজ্ঞ চালিয়েছে। ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় বিএনপির নৃশংসতার শিকার হন আমার মা মহিলা আওয়ামী লীগের প্রাক্তন সভাপতি আইভি রহমান। সেই ইতিহাস কেউ ভুলে যায়নি। কিন্তু আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি করে না।’
ভৈরব-কুলিয়ারচরের মাটিকে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে আখ্যায়িত করে বিসিবি সভাপতি পাপন বলেন, ‘এই মাটিতে স্বাধীনতাবিরোধী শক্তি কখনও মাথা তুলে দাঁড়াতে পারেনি। ভবিষ্যতেও পারবে না। ভৈরবের গণমানুষের কাছে বিএনপি-জামায়াত বরাবরই প্রত্যাখ্যাত হয়েছে।’
বিএনপি ক্ষমতায় থেকে হত্যা, লুটপাট, অর্থপাচার করেছে মন্তব্য কিশোরগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য বলেন, ‘এরা ২১ আগস্ট গ্রেনেড হামলা করে আমার মা’সহ বহু লোককে হত্যা করেছে। আহসান উল্লাহ মাস্টার ও সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস গোলাম কিবরিয়াকে হত্যা করেছে বিএনপি। তারা এখন বলে আমরা খুন-গুম করছি। তারা একের পর এক মিথ্যাচার করেই যাচ্ছে। দেশের মানুষ তাদের (বিএনপি) এইসব মিথ্যাচার শুনছে না বলে তারা এখন বিদেশিদের দ্বারে দ্বারে ঘুরছে। কিন্তু তাদের দ্বারে দ্বারে ঘুরে লাভ হবে না। বিএনপিকে বলব, দেশের মানুষের কাছে আসুন। দেশকে ভালোবাসুন। দেশের মানুষকে ভালোবাসুন। এ দেশে থাকতে হলে দেশকে ভালোবাসতে হবে, দেশের মানুষকে ভালোবাসতে হবে; বঙ্গবন্ধুকে ভালোবাসতে হবে।’
বিএনপি-জামায়াত দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, পতাকাকে মানে না মন্তব্য করে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে সংসদ সদস্য পাপন বলেন, ‘এদের মিষ্টি কথায় বিভ্রান্ত হবেন না। ইতিহাস ভুলে যাবেন না। অতীতকে ভুলে যাবেন না। উন্নয়ন ওদের চোখে পড়ে না। তাই ওদের কাছ থেকে সাবধান থাকবেন।’
আগামী সংসদ নির্বাচন সামনে রেখে ভৈরববাসীসহ দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান নাজমুল হাসান পাপন। তিনি বলেন, ‘দেশে এখনও ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্র রুখতে হবে।’
সারাবাংলা/একে