Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দিনাজপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে নির্যাতন, আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ সেপ্টেম্বর ২০২২ ১৮:৩১

দিনাজপুর: জেলার ঘোড়াঘাটে চুরির অভিযোগে শ্রী বিজয়(১৭) নামে এক কিশোরকে পিলারের সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে ঘোড়াঘাট থেকে নির্যাতনকারী দুইজনকে আটক করা হয়। ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু হাসান কবির এ তথ্য নিশ্চিত করেন।

আটককৃতরা হলেন- আলম মিয়া (৬২) ও আলম হোসেন (৬৫)। তারা দুজনেই দেওগ্রাম গ্রামের বাসিন্দা। তারা ডুগডুগিহাট বাজারের নিরাপত্তা প্রহরী হিসেবে কাজ করেন।

নির্যাতনের শিকার বিজয় (১৭) ডুগডুগিহাট বাজারের শ্রী মানিকের ছেলে। সে বাজারে পরিচ্ছন্নকর্মী হিসেবে কাজ করে।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাতে উপজেলার দুই নম্বর পালশা ইউপির ডুগডুগিহাট বাজারে এই ঘটনা ঘটে।

বিজয়কে নির্যাতনের পাঁচ মিনিট সাত সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, কিশোর দুই হাত উল্টোদিক করে বারান্দায় থাকা পিলারের সাথে বেঁধে রাখা হয়েছে। দুই ব্যক্তি হাতে লাঠি নিয়ে তাকে মারধর করছে। নির্যাতনের স্বীকার ওই কিশোর বারবার বলছে, ‘মুই আর চুরি করুম না, মোক মাফ করে দেও’। তারপরেও নির্যাতনকারীরা তাকে মারধর করেন।

স্থানীয়রা জানান, ডুগডুগিহাট বাজারের হাবিবুর রহমানের মুদিখানার দোকানের শার্টার ভেঙ্গে একজন ভিতরে প্রবেশ করে। দোকানের শার্টার কিছুটা ফাঁকা হয়ে থাকায় বাজারে থাকা নিপাপত্তা প্রহরীদের সন্দেহ হয়। পরে প্রহরীরা দোকান মালিককে খবর দেয়। খবর পেয়ে দোকান মালিক দোকানের শার্টার খুলে দেখে এক কিশোর তার দোকান ঘরের উপরে থাকা বাঁশের উপরে বসে আছে। এ ছাড়াও তার দোকানের টাকার রাখার ড্রয়ারে কোন প্রকার টাকা নেই। পরে নিরাপত্তা প্রহরীরা ওই কিশোরকে বারান্দার পিলারের সাথে বেঁধে রাখে।

বিজ্ঞাপন

ওসি আবু হাসান কবির বলেন, ‘চুরির অপরাধে ওই কিশোরকে ধরার পর তাকে পুলিশে সোর্পদ করার কথা। তবে তারা পুলিশকে খবর না দিয়ে নিজেরাই ওই কিশোরকে নির্যাতন করে। যা সম্পূর্ণ আইন পরিপন্থি।’

তিনি আরও বলেন, ‘এই ঘটনায় আমরা দুইজনকে আটক করেছি। নির্যাতনের স্বীকার ওই কিশোরের বাবাকে খবর দেওয়া হয়েছে। তিনি মামলা না করলে আমরা নিজেরাই বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে মামলা করবো। আটক ব্যক্তিদেরকে বৃহস্পতিবার সকালে দিনাজপুরের আদালতে পাঠানো হবে।’

সারাবাংলা/ইআ

আটক ২ কিশোর নির্যাতন

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর