Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেখ হাসিনা-মোদীর অশোভনীয় ছবি পোস্ট, আসামির জামিন স্থগিত

স্টাফ করেসপন্ডেন্ট
২১ সেপ্টেম্বর ২০২২ ১৭:৩৮

ফাইল ছবি

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দৃষ্টিকটু, অশোভনীয় ও কুরুচিপূর্ণ ছবি প্রকাশের অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ঠাকুরগাঁওয়ের রাজু নামে এক যুবককে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত।

রাজু বালিয়াডাঙ্গী থানার বেলসারা এলাকার মোশারফ হোসেন মুছার ছেলে। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত তার জামিন স্থগিত করা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (২১ সেপ্টেম্বর) রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর ও সহকারি অ্যাটর্নি জেনারেল মো. সাইফুল আলম।

আগামী ৩১ অক্টোবর পর্যন্ত রাজুর জামিন স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. সাইফুল আলম।

মামলার অভিযোগে বলা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি একত্র করে এবং এডিট করে দৃষ্টিকটু, অশোভনীয় ও কুরুচিপূর্ণভাবে দুটি ছবি তৈরি করে ২০২১ সালের ২৯ মার্চ ফেসবুকে পোস্ট করেন। ওই ছবি পোস্টের কারণে বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীর মানহানি ঘটেছে।

রাজুর বিরুদ্ধে ২০২১ সালের ৮ এপ্রিল ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে পুলিশ। এ মামলার পর তাকে গ্রেফতার করা হয়। নিম্ন আদালতে জামিন নামঞ্জুরের পরে তিনি হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন। এরপর গত মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) হাইকোর্ট তাকে জামিন দেন।

সারাবাংলা/কেআইএফ/ইআ

জামিন স্থগিত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর