Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঝিনাইদহে ভুয়া ডাক্তার আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ সেপ্টেম্বর ২০২২ ১৭:২০

ঝিনাইদহ: জেলার নাক, কান ও গলার ভুয়া বিশেষজ্ঞ ডাক্তার আকরাম হোসেনকে (আক্তারুজ্জামান) আটক করেছে পুলিশ। বুধবার (২১ সেপ্টেম্বর) ঢাকা থেকে তাকে আটক করা হয়।

জেলা পুলিশ সুপার মো. আশিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন দফতর সূত্রে জানা গেছে, বরিশাল মেডিকেল কলেজের ২৩তম ব্যাচের ডাক্তার মো. আকরাম হোসেন ২০১৫ সালের ২৭ মার্চ মৃত্যুবরণ করেছেন। তার বাড়ি বাগেরহাট জেলার ভদ্রপোতা গ্রামে। স্ত্রী-রোগ বিশেষজ্ঞ ছিলেন তিনি।

আক্তারুজ্জামান সিরাজগঞ্জ জেলার পুটিয়া গ্রামের শুকুর আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মৃত ডা. আকরামের সার্টিফিকেট ব্যবহার করে ঝিনাইদহ, আলমডাঙ্গা, ঢাকাসহ বিভিন্ন স্থানে বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে নাক, কান, গলা ও ঘাড়-মাথা বিশেষজ্ঞ হিসেবে রোগীদের চিকিৎসা দেওয়ার সঙ্গে অপারেশনও আসছিলেন।

এ বিষয়টি জানাজানি হলে তাকে আটকের জন্য ঝিনাইদহ জেলা শহরের আরাপপুর এলাকার একটি বেসরকারি হাসপাতালে অভিযান চাআয় স্বাস্থ্য বিভাগ, পুলিশ র‌্যাবসহ ভ্রাম্যমান আদালত। কিন্তু তিনি কৌশলে ওই হাসপাতাল থেকে পালিয়ে যায়।

জেলা পুলিশের প্রধান(এসপি) পুলিশ সুপার মো. আশিকুর রহমান জানান, মৃত ডাক্তারের কাগজপত্র এবং বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিলের রেজিষ্ট্রেশন নাম্বার (৩৫৩১৯) ব্যবহার করে বিশেষজ্ঞ ডাক্তার হিসাবে দেশের বিভিন্ন স্থানে গত কয়েক বছরে অসংখ্য রোগী দেখেছেন এই ভুয়া ডাক্তার।

এসপি আরও জানান, শেষ পর্যন্ত ঢাকার গোয়েন্দা পুলিশের সহযোগিতায় আটক করা সম্ভব হয়েছে তাকে (ভুয়া ডাক্তার)। প্রাথমিক ভাবে তার কাছ থেকে সিল প্যাডসহ বিভিন্ন কাগজপত্র পাওয়া গেছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইআ

ভুয়া ডাক্তার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর