Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটিতে নেই রাঙ্গাঁ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ সেপ্টেম্বর ২০২২ ১৬:১৬ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২২ ১৯:১৪

রংপুর: গেল কমিটির রংপুর জেলা জাতীয় পার্টির সভাপতি পদ দায়িত্ব পালন করে আসা দলটির সাবেক মহাসচিব মসিউর রহমান রাঙ্গাঁকে বাদ দিয়ে রংপুর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাতে জাতীয় পার্টির দফতর সম্পাদক-২ এম এ রাজ্জাক খানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, রংপুর জেলা জাতীয় পার্টির আগের কমিটি বিলুপ্ত করে বীর মুক্তিযোদ্ধা আবুল মাসুদ নান্টুকে আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাককে সদস্য সচিব করে ৩১ সদস্যবিশিষ্ট এ কমিটির সুপারিশ করেছেন দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু। এটি অনুমোদন করেছেন দলের চেয়ারম্যান জি এম কাদের।

কমিটির অন্যান্যরা হলেন, যুগ্ম আহ্বায়ক আবু নাছের শাহ মোহাম্মদ মাহবুবার রহমান (পীরগাছা), সামছুল ইসলাম (গঙ্গাচড়া), আজমল হোসেন লেবু (রংপুর সদর), অ্যাভোকেট মোকাম্মেল হোসেন চৌধুরী (বদরগঞ্জ)।

অন্যতম সদস্য হলেন- মহানগর কমিটির সাধারণ সম্পাদক এস এম ইয়াসির (রংপুর সদর), ডা. ইখলাস (গঙ্গাচড়া), ফৈরদৌসি বেগম মালা (রংপুর সদর), অধ্যক্ষ নাহিদ ইয়াসমিন (রংপুর সদর), শাহিনুর রহমান মার্শাল (তারাগঞ্জ), আলাউদ্দিন মিয়া (রংপুর সদর), অ্যাভোকেট শাহীন (কাউনিয়া), এডভাকেট আমজাদ হোসেন (কাউনিয়া), হাসানুজ্জামান নাজিম ( রংপুর সদর), কাজলী বেগম (রংপুর সদর), মেজবাহুল ইসলাম মিলন চৌধুরী (মিঠাপুকুর), মাসুদার রহমান মিলন (রংপুর সদর), মাসুদ নবী মুন্না (রংপুর সদর), সাফিউল ইসলাম সাফি (রংপুর সদর), রুহুল আমিন লিটন (রংপুর সদর), কামরুল ইসলাম ভরসা (কাউনিয়া), হবিবর রহমান (পীরগঞ্জ), আবেদ আলী (পীরগঞ্জ), নূর আলম যাদু (পীরগঞ্জ), আলমগীর হোসেন (পীরগঞ্জ), জাহিদুল ইসলাম (পীরগঞ্জ), আল মামুন (রংপুর সদর)।

বিজ্ঞাপন

আহ্বায়ক কমিটিতে দলের চেয়ারম্যান জিএম কাদের, রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাসহ আট উপজেলার জাপা নেতাদের অন্তর্ভুক্ত করা হলেও বাদ পড়েছেন অনেক নেতা।

এদিকে, আহ্ববায়ক কমিটিতে নাম নেই রংপুর সদর আসনের এমপি এরশাদপুত্র সাদ এরশাদের, অ্যাডভোকেট সালাহউদ্দিন কাদেরী, সাবেক এমপি আনিছুল ইসলাম মন্ডল, রংপুর পৌরসভার সর্বশেষ মেয়র আব্দুর রাউফ মানিক, সাবেক জেলা সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ অনেকের।

এর আগে, গত ১৪ সেপ্টেম্বর জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্যসহ সব পদ থেকে মসিউর রহমান রাঙ্গাঁকে অব্যাহতি দেওয়া হয়।

সারাবাংলা/ইআ

আহ্বায়ক কমিটি জাতীয় পার্টি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর