রাশিয়ার তেল বাংলাদেশে পরিশোধন সম্ভব নয়: ইআরএল
২০ সেপ্টেম্বর ২০২২ ২২:৩৪ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২২ ১১:৫২
ঢাকা: রাশিয়া থেকে পাঠানো অপরিশোধিত তেলের নমুনা বাংলাদেশে পরিশোধন করা সম্ভব নয় বলে জানিয়েছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ব ইস্টার্ন রিফাইনারি লিমিটেড-ইআরএল। ২০ দিন পরীক্ষা-নিরীক্ষার পর মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) এ সংক্রান্ত একটি প্রতিবেদন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) কাছে জমা দিয়েছে সংস্থাটি।
বিপিসি সূত্রে জানা গেছে, ২০ পৃষ্ঠার ওই প্রতিবেদনে বলা হয়েছে যে, বাংলাদেশের রিফাইনারিটি ৫০ বছরের পুরনো। যে কারণে সেখানে শুধু হালকা অপরিশোধিত তেলই পরিশোধন করা সম্ভব। রাশিয়ার তেল অপেক্ষাকৃত ভারি হওয়ায় এই রিফাইনারিতে তা পরিশোধন সম্ভব নয়।
জ্বালানি বিভাগ সূত্রে জানা গেছে, গত ১ সেপ্টেম্বর রাশিয়ার রাষ্ট্রায়ত্ব জ্বালানি তেল সরবরাহকারী প্রতিষ্ঠান জারুবেঝনেফ জেএসসি তাদের বাংলাদেশি এজেন্ট ন্যাশনাল ইলেক্ট্রিক বিডি লিমিটেডের প্রতিনিধির মাধ্যমে নমুনা হিসেবে ৫০ লিটার তেল পাঠায়। যা গত ২০ দিন ধরে ইস্টার্ন রিফাইনারিতে নানা পরীক্ষা-নিরীক্ষা করে এ সংক্রান্ত টেকনিক্যাল কমিটি। কিন্তু তারা সিদ্ধান্ত উপনীত হয় যে, এই তেল বাংলাদেশে পরিশোধন সম্ভব নয়।
সারাবাংলা/জেআর/পিটিএম