নন্দীগ্রামে গলায় ভাত আটকে শ্রমিকের মৃত্যু
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ সেপ্টেম্বর ২০২২ ১৯:৫৭ | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২২ ২০:৩৪
২০ সেপ্টেম্বর ২০২২ ১৯:৫৭ | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২২ ২০:৩৪
বগুড়া: জেলার নন্দীগ্রামে গলায় ভাত আটকে আফতাব আলী (৫০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার এক নম্বর বুড়ইল ইউনিয়নের সিধইল গ্রামের ছবের আলীর ছেলে।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে সিংজানী গ্রামে ঘটনাটি ঘটে। এক নম্বর বুড়ইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
চেয়ারম্যান জানান, আফতাব আলী এক নম্বর বুড়ইল ইউনিয়নের সিংজানী গ্রামে ঢালাইয়ের কাজ করতেন। মঙ্গলবার সকালে তিনি বাড়ি থেকে ভাত নিয়ে ঢালাই কাজে যোগ দেন। বেলা ১১টার দিকে সেখানে ভাত খাওয়ার সময় হঠাৎ গলায় আটকে যায়। পরে সহকর্মীরা তাকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
সারাবাংলা/ইআ