Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্থগিত হওয়া যশোর শিক্ষা বোর্ডের এমসিকিউ পরীক্ষা ৩০ সেপ্টেম্বর

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ সেপ্টেম্বর ২০২২ ১৮:৩০

ঢাকা: যশোর শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া এমসিকিউ পরীক্ষা আগামী ৩০ সেপ্টেম্বর সকাল ১১ টায় অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) যশোর বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান হাবীব স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়। প্রশ্নপত্র ওলট-পালটের কারণে এ পরীক্ষা স্থগিত করা হয়েছিল।

গত শুক্রবার (১৬ সেপ্টেম্বর) যশোর শিক্ষা বোর্ডে বহুনির্বাচনী এমসিকিউ অংশের পরীক্ষা হবে না বলে জানানো হয়। এর পরদিন ১৭ সেপ্টেম্বর এই পরীক্ষার শুধু সৃজনশীল এমসিকিউ অংশের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

বোর্ড সূত্র জানিয়েছে, এসএসসির বাংলা প্রথম পত্র পরীক্ষায় নড়াইলের কালিয়া উপজেলার প্যারীশংকর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে প্রথম পত্রের বদলে বাংলা দ্বিতীয় পত্রের বহুনির্বাচনী প্রশ্নপত্র (এমসিকিউ) বিতরণ করা হয়।

এছাড়া উপজেলার বাইসোনা কামশিয়া মাধ্যমিক বিদ্যালয় ও লোহাগড়া উপজেলার দিঘলিয়া নবগঙ্গা ডিগ্রি কলেজ ও ইতনা স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে প্রশ্নপত্রের প্যাকেট খুলে বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ প্রশ্নপত্র পাওয়া যায়। যে কারণে বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ অংশের পরীক্ষা স্থগিত করা হয়েছিল।

সারাবাংলা/জেআর/আইই

টপ নিউজ যশোর শিক্ষা বোর্ড

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর