Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রূপনা-রিতুপর্ণার পাশে রাঙামাটির জেলা প্রশাসক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ সেপ্টেম্বর ২০২২ ১৮:২৭ | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২২ ১৮:২৯

রাঙামাটি : সাফ নারী চ্যাম্পিয়নশিপের জিরোপা জেতায় বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড় রিতুপর্ণা চাকমা ও রূপনা চাকমাকে দেড় লাখ টাকা করে তিন লাখ টাকা দিয়েছে রাঙামাটি জেলা প্রশাসন।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বিকেলে রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান সেরা গোলরক্ষক রূপনার বাড়িতে যান। এ সময় তিনি রূপনার মায়ের হাতে দেড় লাখ টাকার চেক হস্তান্তর করেন। সেই সঙ্গে রূপনার গ্রামের বাড়িতে যাতায়াতের জন্য বাঁশের সাঁকোরস্থলে একটি ব্রিজ ও তার পরিবারকে একটি ঘর নির্মাণের আশ্বাস দিয়েছেন।

বিজ্ঞাপন

রূপনার বাড়ি জেলার নানিয়ারচর উপনেলার ঘিলাছড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড ভূঁইয়াদামে ও রিতুপর্ণার বাড়ি কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের মগাছড়ি গ্রামে।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম, জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় ও রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি বরুণ বিকাশ দেওয়ান, জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য শিক্ষাবিদ নিরূপা দেওয়ানসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

এর আগে সোমবার (১৯ সেপ্টেম্বর) সাফ নারী চ্যাম্পিয়নশিপের জিরোপা জেতায় বিজয়ী দলের খাগড়াছড়ির তিন খেলোয়াড় ও এক কোচের জন্য আর্থিক প্রণোদনা ঘোষণা করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।

খাগড়াছড়ির মনিকা চাকমা, আনাই মগিনি ও আনুচিং মগিনি এবং দলের সহকারী কোচ তৃষ্ণা চাকমাকে এক লাখ টাকা করে প্রণোদনা দেন খাগড়াছড়ি জেলা প্রশাসন। এরমধ্যে আনাই ও আনুচিং যমজ বোন।

সোমবার কাঠমাণ্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে বাংলাদেশ-নেপালের মধ্যে অনুষ্ঠিত সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো শিরোপার জয়ী হয় বাংলাদেশ নারী ফুটবল দল।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইআ

জেলা প্রশাসক নারী ফুটবল দল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর