Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঝিনাইদহে ফেন্সিডিলসহ ২ মাদক বিক্রেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ সেপ্টেম্বর ২০২২ ১৭:৩১

ঝিনাইদহ: জেলার সদর পৌরসভার উদয়পুর গ্রাম থেকে ফেন্সিডিলসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত ১টার দিকে ওই গ্রামের গোরস্থান এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত হলেন- শহরের পবহাটি সৃজনী মোড় এলাকার শাহাজ উদ্দিনের ছেলে ফয়সাল আহমেদ ও উদয়পুর গ্রামের মতলেব শাহার ছেলে জসিম উদ্দিন।

ঝিনাইদহ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রিফাত হোসেন জানান, উদয়পুর গোরস্থান এলাকায় মাদক কেনা-বেচা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। সে সময় ৪৭ বোতল ফেন্সিডিলসহ দুইজনকে আটক করে পুলিশ। তাদের দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

এ ছাড়া দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন বলে জানান এসআই।

সারাবাংলা/ইআ

মাদক বিক্রেতা গ্রেফতার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর