বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত
২০ সেপ্টেম্বর ২০২২ ১৬:৩৩ | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২২ ১৬:৪০
ঢাকা: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। এটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও এর কাছাকাছি বাংলাদেশের উপকূলীয় এলাকায় বায়ুচাপ পার্থক্যের আধিক্য বিরাজ করছে। যে কারণে সমুদ্রবন্দরসমূহ ও উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেজন্য সমু্দ্রবন্দরগুলোতে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে মাঝ সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা, ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি অবস্থান করতে বলা হয়েছে আবহাওয়ার সতর্কবার্তায়।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়, রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুই-এক স্থানে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, এ সময় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে আগামী তিন দিন ধরেই বৃষ্টিপাতের প্রবণতা থাকতে পারে।
এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের পটুয়াখালীতে কেবল উল্লেখযোগ্য বৃষ্টি হয়েছে। সেখানে বৃষ্টিপাতের পরিমান ছিল ১৫ মিলিমিটার। রাজধানী ঢাকাতে সামান্য বৃষ্টিপাত হলেও দেশের ১৫ জেলায় একেবারেই কোনো বৃষ্টিপাত রেকর্ড করতে পারেনি আবহাওয়া অধিদফতর। তবে অন্যান্য জেলাগুলোতে সামান্য পরিমান বৃষ্টিপাতের রেকর্ড পাওয়া গেছে।
সারাবাংলা/জেআর/আইই