Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ সেপ্টেম্বর ২০২২ ১৬:৪৮

জয়পুরহাট: জেলার কালাইয়ে ট্রাকের ধাক্কায় ছানোয়ার হোসেন (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দীন এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এদিন দুপুরে উপজেলার সোনালী ব্যাংকের সামনে জয়পুরহাট-বগুড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ছানোয়ার উপজেলার শিব সমুদ্র গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।

ওসি জানান, দুপুরে কালাই সোনালী ব্যাংকে থেকে টাকা তুলে ব্যবসায়িক কাজ শেষে বাড়িতে ফিরছিলেন ছানোয়ার। পথে জয়পুরহাট-বগুড়া সড়কে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় ছানোয়ার ছিটকে পড়ে গুরুতর আহত হন। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক ছানোয়ারকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ট্রাকটিকে আটক করা সম্ভব হলেও চালক ও তার সহকারী পালিয়েছে জানিয়েছেন পুলিশ।

সারাবাংলা/ইআ

মোটরসাইকেল আরোহী নিহত

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর