Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দগ্ধ আবু হেনা রনির শারীরিক অবস্থার উন্নতি

স্টাফ করেসপন্ডেন্ট
২০ সেপ্টেম্বর ২০২২ ১৪:৫৩

ঢাকা: গাজীপুর পুলিশ লাইনে গ্যাস বেলুন থেকে বিস্ফোরণে দগ্ধ কৌতুক অভিনেতা আবু হেনা রনির শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। আজ তার শরীরের ক্ষতস্থানে ড্রেসিং করা হয়েছে বলে জানিয়েছেন ডা. সামন্ত লাল সেন।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয় ডা. সামন্ত লাল সেন এ কথা জানান।

ডা. সামন্ত লাল সেন জানান, ‘আজ আবু হেনা রনি ও জিল্লুর রহমানের শরীরের ড্রেসিং করা হয়েছে। এরপরে তাদের আবারও হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) নেওয়া হয়েছে। তাদের অবস্থা অনেকটাই উন্নতির দিকে। গতকাল যে অবস্থা ছিল তার থেকে অনেকটাই সেরে উঠেছেন রনি। এই ধারাবাহিকতা থাকলে তিনি দ্রুতই সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারবেন।’

ডা. সেন বলেন, ‘যদিও এটি আমাদের জন্য সুখবর, তবে এখনও আমরা তাদেরকে শঙ্কামুক্ত বলতে পারছি না। যেদিন হাসপাতাল থেকে বাড়িতে ফিরবেন, তখনই মূলত শংকামুক্ত বলে বলা যাবে। পুলিশ সদস্য জিল্লুর রহমানের অবস্থাও উন্নতি হচ্ছে। তারও ড্রেসিং করা হয়েছে।’

এর আগে, গত শুক্রবার বিকেলে গাজীপুর জেলা পুলিশ লাইনে মেট্রোপলিটন পুলিশের ৪র্থ বর্ষপূর্তির অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ হন কৌতুক শিল্পী আবু হেনা রনি ও আরও ৪ পুলিশ সদস্য। স্থানীয় হাসপাতাল থেকে রনি ও পুলিশ সদস্য জিল্লুরকে নিয়ে আসা হয় বার্ন ইনস্টিটিউটে। এখানে তাদের চিকিৎসায় ১৩ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এমও

আবু হেনা রনি গাজীপুর পুলিশ লাইন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর