Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোটরসাইকেলে লুকানো ছিল ১৫ পিস সোনার বার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ সেপ্টেম্বর ২০২২ ১৪:২২

যশোর: শার্শার গোগা সীমান্ত থেকে ১৫ পিস সোনার বারসহ জালাল উদ্দিন(৩৫) নামে এক সোনা পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে গোগা বাজারসংলগ্ন ইট ভাটা থেকে সোনার বারসহ জালালকে আটক করা হয়। তিনি বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের আলী কদমের ছেলে।

এ সময় পাচারকারীর ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়েছে। যার মধ্যে কৌশলে লুকানো ছিল সোমবার বারগুলো।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল তানভীর রহমান পিএসসি জানান, গোপন তথ্যের ভিত্তিতে বিজিবির একটি স্পেশাল দল গোগা-বেনাপোল সড়ক থেকে জালাল উদ্দিনকে তার মোটরসাইকেলসহ আটক করা হয়। পরে তাকে ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। এ সময় তার মোটরসাইকেলের মধ্যে কৌশলে লুকিয়ে রাখা ১৫ পিস সোনার বার উদ্ধার করা হয়। যার ওজন এক কেজি ৬৫২ গ্রাম। বাজার মূল্য ১ কোটি ২৫ লাখ ২৮ হাজার টাকা।

তিনি আরও জানান, সোনা পাচার রোধে সীমান্ত এলাকায় টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এ ধরনের কার্যক্রম আরও বৃদ্ধি করা হবে। এ ছাড়া সোনা চোরাচালান শূন্যের কোঠায় নামিয়ে আনার সর্বাত্বক প্রচেষ্টা অব্যাহত থাকবে।

সারাবাংলা/ইআ

পাচারকারী আটক সোনার বার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর