Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আ.লীগ-যুবলীগের ২০ নেতার বিরুদ্ধে বিএনপির মামলার আবেদন

স্টাফ করেসপন্ডেন্ট
২০ সেপ্টেম্বর ২০২২ ১১:৫১ | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২২ ১৫:২৪

ঢাকা: বিএনপির ঢাকা উত্তরের নেতাকর্মীদের শান্তিপূর্ণভাবে সমাবেশে হামলার অভিযোগ আওয়ামী লীগের সংসদ সদস্য শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লাসহ ২০ নেতাকর্মীর বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলার আবেদন করা হয়েছে।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকালে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনে আদালতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সেক্রেটারি অ্যাডভোকেট ওমর ফারুক ফারুকী এই আবেদন করেন।

বিজ্ঞাপন

এদিন বাদীর জবানবন্দি গ্রহণ করে পরে আদেশের জন্য রেখেছেন বলে নিশ্চিত করেছেন বিএনপির আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার।

মামলার অন্য আসামিরা হলেন- আওয়ামী লীগের সংসদ সদস্য আগা খাঁ মিন্টু, কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ঢাকার মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ মান্নান কচি, ঢাকার মহানগর উত্তর যুব লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, ঢাকার মহানগর উত্তর যুব লীগের সাংগঠনিক সম্পাদকতাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি, ঢাকার মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ইসহাক মিয়া, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধারী, রূপনগর থানা আওয়ামী লীগের সভাপতি হাজী রজ্জব হোসেন, সিনিয়র সহসভাপতি হাজী তোফাজ্জল হোসেন টেনু, রুপনগর থানা যুবলীগের সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক মো. খোকন, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা কাশেম মোল্লা, সাবেক মহিলা সংসদ সদস্য তুহিন, মিরপুর থানা আওয়ামী লীগ নেতা শেখ মান্নান, মিরপুর থানা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন লিটু, সাধারণ সম্পাদক সালা উদ্দিন রবিন, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহিম ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কোষাধক্ষ্য সালাম চৌধুরী।

বিজ্ঞাপন

এছাড়া মামলার আবেদনে ৪০০/৫০০ জন অজ্ঞাত আওয়ামী লীগ নেতাকর্মী আসামির কথা উল্লেখ করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, জ্বালানি তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং পুলিশের গুলিতে দলীয় ৩ নেতা নিহত হওয়ার প্রতিবাদে বিগত ১৫ সেপ্টেম্বর ঢাকা মহানগর উত্তর বিএনপি পল্লবী থানার মিরপুর-৬, কাঁচা বাজারের সামনে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ সমাবেশ শুরু করে। এসময় আসামিদের প্রত্যক্ষ নির্দেশে এবং উপস্থিতিতে উক্ত শান্তিপূর্ণ সমাবেশে আসামিরাসহ অজ্ঞাতনামা ৪০০/৫০০ আসামি বিএনপির নেতাকর্মীদের উপর ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকেন।

আরও বলা হয়, হামলায় অর্ধশতাধিক নেতাকর্মী রক্তাক্ত জখম হয়। এছাড়া ওই সময় মহিলা দলের নেতাকর্মীদের গালিগালাজ ও শ্লীলতাহানি করা হয়। মামলায় পেনাল কোডের ১৪৭/১৪৮/১৪৯/৩২৩/২৩৫/৩২৬/৩০৭/৩৫৪/৪২৭/৪৪০ ও ১০৯ ধারায় আবেদন করা হয়েছে।

সারাবাংলা/এআই/এমও

টপ নিউজ বিএনপি বিএনপির মামলা মামলার আবেদন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর