Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেসটিনির গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ সেপ্টেম্বর ২০২২ ১১:১৭ | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২২ ১৩:১২

গাজীপুর: মহানগরীর টঙ্গী পূর্ব থানার মিলগেট এলাকায় ডেসটিনি গ্রুপের একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকাল নয়টায় আগুনের সূত্রপাত হয়।

স্থানীয়রা জানায়, হঠাৎ করে ডেসটিনি গ্রুপের একটি গোডাউনে ধোঁয়া দেখতে পায় স্থানীয়রা। পরে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসকে ফোন দিলে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হাসান জানান, টঙ্গী ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে কাজ শুরু করেছে। পরে আগুনের তীব্রতা বাড়ার ফলে উত্তরা ফায়ার সার্ভিসের আরও দু’টি ইউনিটসহ মোট পাঁচটি ইউনিট প্রায় দু’ঘণ্টা  যাবৎ আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এ ঘটনায় আগু‌নে পুড়ে যায় বিভিন্ন ধরনের মেশিন, কাগজপত্রসহ গোডাউনের বিপুল প‌রিমান মালামাল।

অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

সারাবাংলা/এমও

ডেসটিনি ডেসটিনির গোডাউন ফায়ার সার্ভিস

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর