Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ সেপ্টেম্বর ২০২২ ২৩:৫১

ঠাকুরগাঁ: জেলার পীরগঞ্জ উপজেলায় বজ্রপাতে আরিফ (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার হাজীপুর ইউনিয়নের কানিয়া ব্রিজ ক্ষিদ্রগড়গাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত আরিফ হাসান ওই ইউনিয়নের ক্ষিদ্রগড়গাঁও গ্রামের আলম ইসলামের ছেলে।

স্থানীয়রা জানায়, উপজেলার হাজীপুর ইউনিয়নের কানিয়া ব্রিজ ক্ষিদ্রগড়গাঁও গ্রামে কানিয়া ব্রিজ নামক এলাকা থেকে বাড়িতে ফিরছিলেন ওই যুবক। এ সময় হঠাৎ বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘সন্ধ্যার দিকে বজ্রপাতের ঘটনায় আরিফ নামে এক যুবকের মৃত্যু হয়েছে।’

সারাবাংলা/পিটিএম

বজ্রপাত যুবকের মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর